বিএসএনএলের কেবল কেটে দিচ্ছে দুষ্কৃতীরা, থানার দ্বারস্থ কর্তৃপক্ষ
ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতে বিএসএনএলের কেবল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই মাটির খুঁড়ে এবং পোলে ঝুলে থাকা কেবল ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ।

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতে বিএসএনএলের কেবল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই মাটির খুঁড়ে এবং পোলে ঝুলে থাকা কেবল ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এতে বিভিন্ন সরকারি অফিসের ফোন এবং ইন্টারনেট পরিষেবা থমকে যাচ্ছে। মঙ্গলবার সমস্যার কথা জানিয়ে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন বার্নিশ গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা বিএসএনএলের ডিজিটাল ভারত ব্রডব্যান্ড সার্ভিসের অপারেটর আশুতোষ রায়। পুলিস নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে।
ময়নাগুড়ি বিএসএনএল অফিসের আধিকারিক প্রভাত মজুমদার বলেন, আমরা আমাদের মতো করে প্রশাসনকে জানিয়েছি। পুলিস এবার দুষ্কৃতীদের খুঁজে বের করে উপযুক্ত পদক্ষেপ করুক।
অভিযোগ উঠেছে, কিছুদিন ধরে বার্নিশ পঞ্চায়েত এলাকায় বিএসএনএলের কেবল দুষ্কৃতীরা নষ্ট করে দিচ্ছে। ময়নাগুড়ি শহরের এক্সচেঞ্জ থেকে যে কেবল বার্নিশ এলাকায় গিয়েছে সেটারও বিভিন্ন অংশে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী মাটির নিচে যে কেবল আছে, তাও খুঁড়ে বাইরে বের করে এনে নষ্ট করে দেওয়া হচ্ছে।
আশুতোষবাবু বলেন, রবিবার হঠাৎই দেখি আমাদের মেশিনে সিগন্যাল নেই। এরপর খোঁজ শুরু করি। দেখি বার্নিশ পঞ্চায়েত এলাকায় যে কেবল আছে, সেটা কেটে দেওয়া হয়েছে। এতে স্কুল ও বার্নিশ হাসপাতালে সংযোগ ছিন্ন হয়ে যায়। সোমবার ঠিক করে দেওয়া হয়েছে। সোমবার রাতে পঞ্চায়েত অফিসের কেবল কাটা হয়েছে। প্রতিনিয়ত এরকম চলছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
বার্নিশ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী তরফদার বলেন, এটা চিন্তার বিষয়। অফিসে ইন্টারনেট সর্বক্ষণই দরকার। অফিসে বিএসএনএলেরই সংযোগ। আমিও চাই, প্রশাসন বিষয়টি দেখুন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
related_post
অমৃত কথা
-
কৃচ্ছ্রসাধনা
- post_by বর্তমান
- এপ্রিল 21, 2025
এখনকার দর
-
রূপোর দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
সোনার দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ইউরো (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
পাউন্ড (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ডলার (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
নিফটি ৫০ (২১/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025