কালবৈশাখী: মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেলের একাংশ ভেঙে বিপত্তি
২১ এপ্রিল শালবনীতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছিল।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ২১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ২১ এপ্রিল শালবনীতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার বিকেলে ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে জিন্দালদের কারখানার ভিতরে তৈরি হওয়া প্যান্ডেলের একাংশ বিপত্তি ঘটে। যদিও এই ঘটনায় কেউ জখম হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ এপ্রিল শালবনীতে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে জিন্দাল গোষ্ঠীর কর্তারা উপস্থিত থাকবেন। এই তথ্য এসে পৌঁছনোর পর এদিন জোরকদমে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। কিন্তু, বিকেলের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, প্যান্ডেল তৈরির কাজ চলাকালীন একটি হ্যাঙ্গার ভেঙে পড়েছে। কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরেও বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। কোলাঘাট, তমলুক, হলদিয়া সহ বিভিন্ন জায়গায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। কোলাঘাট ও মেচেদা এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। তমলুকের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে। কাঁথিতে ঝোড়ো হাওয়া থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি। বৃষ্টি ও ঝড়ে হলদিয়া বইমেলায় লোকজনের উপস্থিতি কম ছিল।এদিন ঝাড়গ্রাম জেলাজুড়েও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। জেলার দক্ষিণ প্রান্তে গোপীবল্লভপুরের কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। জেলা কৃষিদপ্তরের তরফে জানানো হয়েছে, অল্প বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়নি।-নিজস্ব চিত্র
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 25, 2025
অমৃত কথা
-
সেবা
- post_by বর্তমান
- জুন 25, 2025
এখনকার দর
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 25, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 25, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 25, 2025