‘ইরান পরমাণু বোমা তৈরিতে তৎপর’, ট্রাম্পের সঙ্গে সংঘাতের পরই ভোল বদল তুলসী গাবার্ডের
ইস্যু ইরানের পরমাণু অস্ত্র তৈরি। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের ‘সংঘাত’ চরমে উঠেছিল। এবার তা মেটাতে তৎপর হলেন তুলসী নিজেই।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২২, ২০২৫
ওয়াশিংটন: ইস্যু ইরানের পরমাণু অস্ত্র তৈরি। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের ‘সংঘাত’ চরমে উঠেছিল। এবার তা মেটাতে তৎপর হলেন তুলসী নিজেই। শনিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে প্রেসিডেন্টের সঙ্গে সংঘাতের জন্য অসাধু সংবাদমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তিনি লিখেছেন, অসৎ সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। ভুয়ো ও ভিত্তিহীন খবর পরিবেশন করেছে। মার্কিন গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে, কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সেই পরিকল্পনা সফল হতে দেবেন না। আমি তাঁর বক্তব্যকে সমর্থন করছি। অথচ দিন কয়েক আগে তুলসী দাবি করেন, ইরান কোনও পরমাণু অস্ত্র বানাচ্ছে না। কয়েক ঘণ্টার মধ্যেই সেই দাবি উড়িয়ে দেন স্বয়ং ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পাল্টা জানান, তুলসী ভুল তথ্য দিয়েছেন। একবার নয়, এক সপ্তাহের মধ্যে পরপর দু’বার একই কথা জানিয়েছেন তিনি। তারপরই ট্রাম্পের সঙ্গে গোয়েন্দা প্রধানের সংঘাতের আবহ তৈরি হয়। এবার তা মেটাতে তৎপর হলেন তুলসীই।
এরই মধ্যে সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের সেক্রেটারি ক্যারোলিনা লিয়েভিট জানিয়েছেন, পরিষ্কার করে একটা কথা বলতে চাই। পরমাণু অস্ত্র তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছে ইরান। সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলেই কয়েক সপ্তাহের মধ্যে মারণাস্ত্র তৈরি করে ফেলবে। এটা শুধু ইজরায়েলের জন্য নয়, আমেরিকা তথা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই কূটনৈতিক পথেই ইরানের সঙ্গে সমঝোতা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটাই লক্ষ্য, যেকোনও মূল্যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে আটকাতে হবে।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025