সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

কারখানায় তৈরি হতো নকল আয়ুর্বেদিক ওষুধ, গ্রেপ্তার ১

সম্প্রতি হাবড়ায় নামী একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার লোগো ব্যবহার করে জাল ওষুধ তৈরির অভিযোগ উঠছিল। গোপন সূত্রে তার সত্যতা যাচাই করার পর বুধবার ডিইবি ও পুলিস যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করল।

কারখানায় তৈরি হতো নকল আয়ুর্বেদিক ওষুধ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সম্প্রতি হাবড়ায় নামী একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার লোগো ব্যবহার করে জাল ওষুধ তৈরির অভিযোগ উঠছিল। গোপন সূত্রে তার সত্যতা যাচাই করার পর বুধবার ডিইবি ও পুলিস যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করল। সিল করে দেওয়া হয়েছে ওই অবৈধ কারখানাও। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক বিশ্বজিৎ ঘোষকে। ঘটনাটি হাবড়ার কামারথুবা এলাকার।
জানা গিয়েছে, হাবড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের কামারথুবা টালিখোলা মোড় এলাকায় কয়েকমাস আগে একটি ওষুধের কারখানা তৈরি হয়। তার মালিক বিশ্বজিৎ ঘোষ। অভিযোগ, এই কারখানা থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের জীবনদায়ী আয়ুর্বেদিক ওষুধের নকল তৈরি হচ্ছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা পড়ে। বুধবার বিকেলে ডিইবির আধিকারিকরা পুলিসকে সঙ্গে নিয়ে কামারথুবার ওই ওষুধ কারখানায় অভিযান চালান। সেখানে দেখা যায়, বিভিন্ন নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার জীবনদায়ী ওষুধের নকল থরে থরে সাজানো। নকল ওষুধ সব বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওষুধ কারখানার মালিক বিশ্বজিৎ ঘোষকে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ‌পুলিস সূত্রে জানা গিয়েছে, কারখানায় শিশুদের বেশ কিছু জীবনদায়ী ওষুধের নকল তৈরি করা হচ্ছিল। ধৃতকে হেফাজতে নিয়ে জাল ওষুধ চক্রে আর কারা জড়িত আছে, তার তদন্ত করতে চাইছে পুলিস। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।