বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

এরদোগানের মেয়ে মালিক নন, ছাড়পত্র বাতিল হতেই দাবি তুরস্কের সংস্থার

আমাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। আমরা তুরস্কের সংস্থা নই। প্রেসিডেন্ট এরদোগানের কন্যা আমাদের মালিক নন।

এরদোগানের মেয়ে মালিক নন, ছাড়পত্র বাতিল হতেই দাবি তুরস্কের সংস্থার

নয়াদিল্লি: আমাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। আমরা তুরস্কের সংস্থা নই। প্রেসিডেন্ট এরদোগানের কন্যা আমাদের মালিক নন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণে সেলেবি অ্যাভিয়েশনের ছাড়পত্র বাতিল করেছিল দিল্লি। তারপর শুক্রবার এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সংশ্লিষ্ট সংস্থাটি। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হয়েছে তারা। এরইমাঝে উঠে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে, প্রেসিডেন্টের জামাইয়ের সংস্থার তৈরি ড্রোন দিয়েই ভারতের উপর হামলা চালায় পাকিস্তান।
ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে বরাবর পাকিস্তানকেই সমর্থন জানিয়েছে তুরস্ক। সূত্রের খবর, ভারতের উপরে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়েও মদত করেছে তারা। আর তারই খেসারত হিসেবে বৃহস্পতিবার সেলেবি অ্যাভিয়েশনের ছাড়পত্র বাতিল করে কেন্দ্র। সেইসূত্রে এদিন সেলেবি অ্যাভিয়েশনের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁদের সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের মেয়ে সুমেয়ে বেয়রাকতার এই সংস্থার মালিক নন। তাঁদের মালিকানা সেলেবিওগলু পরিবারের হাতে রয়েছে। তাঁদের সঙ্গে রাজনীতিরও কোনও যোগ নেই। সেলেবি অ্যাভিয়েশন অত্যন্ত পেশাদার একটি সংস্থা। এক্ষেত্রে সংস্থার ৬৫ শতাংশের মালিকানা রয়েছে আমেরিকা, কানাডা, ব্রিটেন, সিঙ্গাপুর, আরব আমিরশাহি ও পশ্চিম ইউরোপের একাধিক বিনিয়োগকারীর হাতে।
সেলেবি সংস্থা তার অবস্থান স্পষ্ট করলেও পাকিস্তানের সঙ্গে তুরস্কের বন্ধুত্ব ও সামরিক সহায়তা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। এরদোগানের মেয়ে সুমেয়ে তুরস্কের ব্যবসায়ী ওজদেমির বায়রাকতারের ছেলে সেলকাক বায়রাকতারকে বিয়ে করেছেন। আর এই বায়রাকতার পরিবারের মালিকানাধীন সংস্থাই ‘বায়রাকতার আকিনসি’ নামে এক বিশেষ ধরনের ড্রোন তৈরি করে। সূত্রে খবর, সম্প্রতি তুরস্ক থেকে ইসলামাবাদে পৌঁছয় এই ড্রোন। আর তা দিয়ে ভারতের উপর হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা।