রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

সাময়িক স্বস্তিতে দিলজিৎ

সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ‘বর্ডার ২’-তে তাঁর কাজ করা নিয়ে আর আপত্তি তুলবে না ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)

সাময়িক স্বস্তিতে দিলজিৎ

সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ‘বর্ডার ২’-তে তাঁর কাজ করা নিয়ে আর আপত্তি তুলবে না ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)। দিলজিৎ অভিনীত ‘সর্দারজি ৩’ ছবিতে পাক অভিনেত্রী  হানিয়া আমিরের কাস্টিংয়ের জন্য বিতর্কের মুখে পড়তে হয়েছিল দিলজিৎকে। তাঁকে ব্যান করার দাবি জানায় সংশ্লিষ্ট সংস্থা। তবে ‘বর্ডার ২’ ছবির জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে খবর।

কেন? জানা গিয়েছে, প্রযোজক ভূষণ কুমার ব্যক্তিগতভাবে এফডব্লুআইসিই-এর সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানিয়েছেন, দিলজিতের বেশিরভাগ অংশের শ্যুটিং সম্পন্ন হয়েছে। এই আবহে যদি অভিনেতাকে ছবি থেকে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে প্রযোজনা সংস্থাকে। এই আর্জিতে সাড়া দিয়েছে সংস্থাটি। যদিও এফডব্লুআইসিই স্পষ্ট জানিয়েছে, এরপর কোনও ছবিতে দিলজিৎকে কাস্ট করা যাবে না। সেক্ষেত্রে আর কোনও আবেদনে সাড়া দেবে না সংস্থা। প্রযোজক ভূষণ কুমারও নাকি কথা দিয়েছেন আর কখনও দিলজিৎকে কাস্ট করবেন না তিনি।

রাশিফল