মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

হাতির হানায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন দুধিয়ার চর এলাকায় গতকাল হাতির হামলায় এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় আজ, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল।

হাতির হানায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

জলপাইগুড়ি, ২৩ মে: জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন দুধিয়ার চর এলাকায় গতকাল হাতির হামলায় এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় আজ, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। ছিলেন বৈকুন্ঠপুরের ডিএফও এম রাজা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গজলডোবা পুলিস ফাঁড়িতে মৃতদের পরিবারকে ডেকে ক্ষতিপূরণের চেক তুলে দেন তাঁরা।

বিধায়ক জানান, ওই দু’জনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার দু’টি গভীরভাবে শোকাহত। রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। আজ দু’টি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। আগামী তিন মাসের মধ্যে  দুই পরিবারকে একজন করে চাকরি দেওয়া যায় কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ডিএফও এম রাজা জানান, ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় দু’টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এলাকার বাসিন্দাদের সুবিধার্থে আজ থেকেই হাতি মনিটরিং ক্যাম্প করা হচ্ছে। হাতি জঙ্গলের এলাকা ছেড়ে বেরলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেদিকটি সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। এই মুহূর্তে ওই এলাকায় প্রায় ৪০টি হাতি রয়েছে। গতকালও দু’টি হাতি বের হয়। কিন্তু বনদপ্তরের কর্মীরা সজাগ থাকায় কোনও ক্ষতি করতে পারেনি তারা।