শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চিত্রাঙ্গদার চ্যালেঞ্জ

পর্দায় হোক বা বাস্তবে— চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। প্রথমবার সলমন খানের বিপরীতে কাজ করবেন নায়িকা। 

চিত্রাঙ্গদার চ্যালেঞ্জ

পর্দায় হোক বা বাস্তবে— চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। প্রথমবার সলমন খানের বিপরীতে কাজ করবেন নায়িকা। এ যেন তাঁর কাছে স্বপ্নপূরণ! এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। অপূর্ব লাখিয়া পরিচালিত অ্যাকশন ড্রামা ঘরানায় কাজ করবেন। সেখানে সেনা জওয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাঁর প্রেমিকা হিসেবে থাকবেন চিত্রাঙ্গদা। যদিও নায়িকার চরিত্র প্রসঙ্গে এখনই কিছু জানাতে নারাজ নির্মাতারা। কয়েকদিন আগেই ‘হাউজফুল ৫’ ছবিতে দেখা গিয়েছে চিত্রাঙ্গদাকে। তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে সমালোচক মহলে। পাশাপাশি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজেও নজরকাড়া অভিনয় তাঁর। তবে সলমনের বিপরীতে এত বড় বাণিজ্যিক ছবিতে প্রথমবার সুযোগ পেলেন চিত্রাঙ্গদা। 

রাশিফল