রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ইসলামাবাদ ও ঢাকার সঙ্গে বিদেশ মন্ত্রক স্তরে প্রথম বৈঠক বেজিংয়ের

ভারতকে কোণঠাসা করতে উপমহাদেশের প্রতিবেশী দেশগুলিকে কাছে টানার নয়া ছক চীনের! মাসখানেক আগেই বেজিংয়ে পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে চীনা বিদেশমন্ত্রীর। 

ইসলামাবাদ ও ঢাকার সঙ্গে বিদেশ মন্ত্রক স্তরে প্রথম বৈঠক বেজিংয়ের

বেজিং: ভারতকে কোণঠাসা করতে উপমহাদেশের প্রতিবেশী দেশগুলিকে কাছে টানার নয়া ছক চীনের! মাসখানেক আগেই বেজিংয়ে পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে চীনা বিদেশমন্ত্রীর। ওই বৈঠকেই চীনের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচি পাকিস্তান থেকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়। আর এবার পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বিদেশ মন্ত্রক স্তরে ত্রিপাক্ষিক বৈঠক করল চীন। তিন দেশের মধ্যে এমন কোনও বৈঠক এই প্রথম। ভালো প্রতিবেশীসুলভ আচরণ, সাম্য ও পারস্পরিক বিশ্বাসের নীতিতে সহযোগিতা আরও দৃঢ় করার সিদ্ধান্ত নিল তিন দেশ। তবে এক্ষেত্রেও যে একদিকে ভারতকে কোণঠাসা করা ও অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির বিস্তার চীনের লক্ষ্য, তা বেজিংয়ের সরকারি বিবৃতি থেকেই স্পষ্ট।
চীনের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যাওয়ায় প্রথম থেকেই তাতে আপত্তি জানিয়ে আসছে ভারত। তবে সেই আপত্তিকে গুরুত্ব দিতে নারাজ বেজিং। উল্টে একমাস আগের বৈঠকে আফগানিস্তানকেও তার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তারই মধ্যে এবার চীনের দক্ষিণ ইউনান প্রদেশের কুনমিং শহরে একযোগে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বিদেশ মন্ত্রক স্তরের এই ত্রিপাক্ষিক বৈঠক করল চীন। বাংলাদেশে পালাবদলের পর মহম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আসা ইস্তক পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বৃদ্ধির ইঙ্গিত আসছে। কূটনৈতিক মহলের মতে, ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এবার এই দুই প্রতিবেশী দেশকে আরও কাছাকাছি আনার সলতে পাকাতে শুরু করল চীন। সেই সঙ্গেই সুকৌশলে নিজেদের স্বার্থপূরণের কাজটাও শুরু করে দিল তারা। কুনমিং শহরের এই বৈঠকে অংশ নেন চীনের উপ বিদেশমন্ত্রী সান উইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিক ও পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকের প্রথম পর্বে বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশ নিয়েছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচও। শুক্রবার চীনের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। পাশাপাশি, চীনের উপ বিদেশমন্ত্রী সান উইডং এই ত্রিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই চীনের ভালো প্রতিবেশী, বন্ধু ও সহযোগী। একইসঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার তারা। অর্থাৎ, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে আদতে বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির সম্প্রসারণ ও ভারতকে কোণঠাসা করাই যে বেজিংয়ের প্রধান লক্ষ্য, চীনের উপ বিদেশমন্ত্রীর কথাতেই সেই ইঙ্গিত স্পষ্ট।

রাশিফল