রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

ময়নাগুড়ির গ্রামে বাইসনের তাণ্ডব, জখম পাঁচ জন

বাইসনের আতঙ্কে ভুগছেন ময়নাগুড়ির সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে বেশ কয়েক জনের উপরে হামলা চালিয়েছে এই বন্যপ্রাণীটি।

ময়নাগুড়ির গ্রামে বাইসনের তাণ্ডব, জখম পাঁচ জন

সংবাদদাতা, ময়নাগুড়ি: বাইসনের আতঙ্কে ভুগছেন ময়নাগুড়ির সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে বেশ কয়েক জনের উপরে হামলা চালিয়েছে এই বন্যপ্রাণীটি। তাতে জখম হয়েছেন অন্তত পাচ জন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। বর্তমানে তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। 

জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ জঙ্গল থেকে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু’টি বাইসন ঢুকে পড়ে। স্থানীয় লোকজন বাইসন দুটিকে দেখতে পেয়ে ভিড় জমাতে থাকে। হঠাৎ করেই লোকজনকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে বাইসন দু’টি। সেগুলি গ্রামবাসীদের দিকে তেড়ে আসে। 

সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহ-সভাপতি পবিত্র রায় জানিয়েছেন, একটি বাইসনকে বনদপ্তর ঘুম পাড়ানি গুলি করে কাবু করেছে। অপর একটি বাইসন শৌলি নদী পার করে মেখলিগঞ্জ ব্লকের দিকে চলে গিয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রাশিফল