বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

স্বস্তিতে বিজয়

স্বস্তিতে অভিনেতা বিজয় রাজ। সহকর্মীকে যৌন হেনস্তার মামলায় বেকসুর খালাস পেলেন তিনি। ২০২০ সালে ‘শেরনি’ সিনেমার শ্যুটিংয়ের সময় তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন এক ক্রু সদস্য। 

স্বস্তিতে বিজয়

স্বস্তিতে অভিনেতা বিজয় রাজ। সহকর্মীকে যৌন হেনস্তার মামলায় বেকসুর খালাস পেলেন তিনি। ২০২০ সালে ‘শেরনি’ সিনেমার শ্যুটিংয়ের সময় তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন এক ক্রু সদস্য। তাঁর অভিযোগ ছিল, ওই বছর অক্টোবর মাসের ২৫ ও ২৯ তারিখ হোটেলে যৌন হেনস্তা করেছেন বিজয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বলিউড। ২০২০ সালের ৪ নভেম্বর মধ্যপ্রদেশ পুলিস তাঁকে গ্রেপ্তার করেছিল। তবে ওইদিনই জামিন পেয়ে গিয়েছিলেন অভিনেতা। এবার প্রমাণের অভাবে বিজয়কে খালাস দিল কোর্ট। আদালতে অভিনেতার পক্ষে আইনজীবী জানিয়েছিলেন, এই মামলার জন্য একাধিক কাজ হাতছাড়া হয়েছিল তাঁর। মহারাষ্ট্রের নিম্ন আদালত জানিয়েছে, অভিনেতার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। সে কারণে তাঁকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।