বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

পাকিস্তানের চেয়ে নরকে যাওয়াও ভালো, মন্তব্য জাভেদ আখতারের

‘যদি পাকিস্তান ও নরকের মধ্যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি নরককেই বেছে নেব।’ এমনই মত বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতারের। 

পাকিস্তানের চেয়ে নরকে যাওয়াও ভালো, মন্তব্য জাভেদ আখতারের

মুম্বই: ‘যদি পাকিস্তান ও নরকের মধ্যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি নরককেই বেছে নেব।’ এমনই মত বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতারের। গত শনিবার মুম্বইয়ে শিবসেনা (উদ্ধব থ্যাকারে) নেতা সঞ্জয় রাউতের বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন গীতিকার। সেখানে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন তিনি। বলেন, ‘কখনও সুযোগ পেলে আমার সমাজমাধ্যম দেখাব। আমাকে সব তরফের উগ্রপন্থীরাই গালমন্দ করে। একদল বলে, আমি নাকি নরকে যাব। আরেকদলের বক্তব্য, আমি যেন পাকিস্তানে চলে যাই। তবে এই দু’টির মধ্যে কোনও একটি বেছে নিতে বলা হলে, আমি নরককেই বেছে নেব।’ জাভেদের এই বক্তব্যের পরই হাততালি দিয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। গত কয়েক বছর ধরে নানা রাজনৈতিক তথা সামাজিক ইস্যুতে মুখ খুলেছেন তিনি। দেশপ্রেম ও ধর্ম নিয়ে তাঁর মতামত একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। সেই প্রসঙ্গ টেনে জাভেদ বলেছেন, ‘আমি একজন সাধারণ নাগরিক। কোনও দলের প্রতি আমার অন্ধ আনুগত্য নেই। থাকা উচিতও নয়। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই যে কোনও বিষয় বিবেচনা করা প্রয়োজন।’