শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

দলিত প্রধানকে মঞ্চে উঠতে বাধা বিজেপি বিধায়কের

পঞ্চায়েত প্রধান দলিত। একমঞ্চে উঠতেই দিলেন না বিজেপি বিধায়ক। ঘটনা অন্ধপ্রদেশের কুর্নুল জেলার আদোনি গ্রামের। গত ১৬ জুন সেখানকার এক জনসভায় যান বিজেপি বিধায়ক পি ভি পার্থসারথি।

দলিত প্রধানকে মঞ্চে উঠতে বাধা বিজেপি বিধায়কের

কুর্নুল (অন্ধপ্রদেশ): পঞ্চায়েত প্রধান দলিত। একমঞ্চে উঠতেই দিলেন না বিজেপি বিধায়ক। ঘটনা অন্ধপ্রদেশের কুর্নুল জেলার আদোনি গ্রামের। গত ১৬ জুন সেখানকার এক জনসভায় যান বিজেপি বিধায়ক পি ভি পার্থসারথি। মঞ্চে উঠে গ্রামের পঞ্চায়েত প্রধানকে সামনে আসতে বলেন তিনি। কিছুক্ষণ ডাকাডাকির পর প্রধান সামনে না আসায় বিধায়ক প্রশ্ন করেন, ‘উনি কি খ্রিষ্টান?’ উত্তর আসে উনি দলিত সম্প্রদায়ভুক্ত। ইতিমধ্যেই গ্রামের পঞ্চায়েত প্রধান সামনে চলে আসেন। কিন্তু তাঁর দলিত পরিচয় শুনে তাঁকে আর মঞ্চে উঠতে দেননি বিজেপি বিধায়ক। পঞ্চায়েত প্রধানকে নীচে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। সকলেই একযোগে বিজেপি বিধায়কের এহেন আচরণের বিরুদ্ধে সরব হন।

রাশিফল