ইরান থেকে আর্মেনিয়ার পথে ১০০ জন ভারতীয়
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইজরায়েল। তেল আভিভকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই কঠিন পরিস্থিতিতে ইরানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৭, ২০২৫
তেহরান: বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইজরায়েল। তেল আভিভকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই কঠিন পরিস্থিতিতে ইরানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। তাঁদের উদ্ধারকাজে সাহায্যের আর্জিও জানায় নয়াদিল্লি। কেন্দ্রের এই প্রস্তাবে সায় দিল তেহরান। সোমবারই তারা জানিয়ে দেয়, আকাশসীমা বন্ধ থাকলেও সব সীমান্ত খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়েই নিরাপদে দেশ ছাড়তে পারবেন ভারতীয়রা। এরপরই অন্তত ১০০ জন ভারতীয় ইরান ছেড়ে আর্মেনিয়ার উদ্দেশে রওনা দেন। ইরান জানিয়েছে, ‘দেশের সব বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। কূটনীতিক ও সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে বিভিন্ন দেশ। সেকথা মাথায় রেখে আমরা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’ উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ইরানের বিদেশমন্ত্রী।
যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে রয়েছেন কমপক্ষে দেড় হাজার ভারতীয় পড়ুয়া। সিংহভাগ জম্মু-কাশ্মীরের বাসিন্দা। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বহু পড়ুয়াকে দেশের মধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজর রাখছে তেহরানের ভারতীয় দূতাবাস। কয়েকজন পড়ুয়াকে দূতাবাসের সাহায্যে সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে উদ্ধারের অন্যান্য উপায় খতিয়ে দেখা হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। সতর্ক থাকুন। যোগাযোগ রাখুন দূতাবাসের সঙ্গে।’ ভারতীয় নাগরিকদের এক্স হ্যান্ডলে একটি গুগুল ফর্ম ভরার নির্দেশ দিয়েছে দূতাবাস। প্রতি মুহূর্তের খবর পেতে টেলিগ্রাম লিঙ্কও দেওয়া হয়েছে।
tags
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025