শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

সিউড়িতে চৈত্র সেলের বাজারে কেনাকাটায় মহিলাদের ভিড়

চৈত্র সেলেও অনলাইন কেনাকাটা ও শপিংমলের দাপট আছে। তবে সিউড়ি শহরের ছোটবড় দোকান, ফুটপাতের ব্যবসায়ীরাও বিক্রিবাটায় খুব পিছিয়ে নেই।

সিউড়িতে চৈত্র সেলের বাজারে কেনাকাটায় মহিলাদের ভিড়

নিতাই সাহা, সিউড়ি: চৈত্র সেলেও অনলাইন কেনাকাটা ও শপিংমলের দাপট আছে। তবে সিউড়ি শহরের ছোটবড় দোকান, ফুটপাতের ব্যবসায়ীরাও বিক্রিবাটায় খুব পিছিয়ে নেই। ঈদের কেনাকাটা শেষ হতে না হতেই শহরের টিনবাজার ও কোর্টবাজারে চৈত্র সেল উপলক্ষ্যে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। ক্রেতাদের একটা বড় অংশ মহিলা। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কেনাকাটা করছেন।
বস্ত্র বিক্রেতারা লক্ষ্মীলাভের আশায় এখন নাওয়াখাওয়া ভুলে ব্যবসায় মন দিয়েছেন। এমনই এক ব্যবসায়ী সব্যসাচী দাস বলেন, বাজার মন্দ নয়। ভালোই বিক্রি হচ্ছে। অন্য পোশাকের তুলনায় শাড়ি বিক্রি বেশি হচ্ছে। অপর ব্যবসায়ী মহম্মদ ভুলু বলেন, ব্যবসা খুব ভালো হচ্ছে। হ্যান্ডলুম শাড়ির চাহিদা যথেষ্ট বেশি।
কিছুদিন আগে প্রখর রোদ ব্যবসায়ীদের মনে ভয় ধরিয়েছিল। কিন্তু চৈত্র সেলের দিন এগোতেই প্রখর রোদ উপেক্ষা করেই বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। সিউড়ি শহরের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও কেনাকাটা করতে আসছেন। রাস্তার ধারে ব্যবসায়ীদের সাজানো জামাকাপড়ের পসরা ঘিরেও ক্রেতাদের ভিড় রয়েছে। সিউড়ি শহরে একাধিক শপিংমল রয়েছে। মুঠোফোনের দৌলতে সহজেই অনলাইনে কেনাকাটা করা যায়। তারপরও শহরের ছোটবড় দোকানে কেনাকাটা ভালোই হচ্ছে। বিক্রেতারা জানান, চৈত্র সেলের বাজারে তেমন কোনও ফ্যাশন নজর কাড়ে না। তবে সারাবছরের তুলনায় এসময় শাড়ির চাহিদা যথেষ্ট থাকে। সেইসঙ্গে মেয়েদের ফ্রক, চুড়িদার, ওয়ান পিস, ছেলেদের টি-শার্ট ও জিন্স যথেষ্ট সংখ্যায় বিক্রি হচ্ছে। তবে এবছর সেভাবে পাঞ্জাবির চাহিদা নেই।
চৈত্র সেলের বাজারে কেনাকাটা করতে সুদূর বক্রেশ্বর থেকে সিউড়িতে এসেছিলেন রিম্পা বাগদি। স্বামী ও ছেলের জন্য জামাপ্যান্ট কিনেছেন তিনি। সেইসঙ্গে নিজের জন্য মনপসন্দ শাড়ি কিনেছেন। রিম্পাদেবী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসের পাওয়া টাকা জমিয়ে রেখেছিলাম। সেই টাকা দিয়ে স্বামী ও সন্তানের জন্য কেনাকাটা করলাম। নিজের জন্যও শাড়ি কিনেছি। আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে। ছোট আলুন্দার বাসিন্দা চন্দনা ডোম মেয়েকে নিয়ে চৈত্র সেলের বাজারে কেনাকাটা করছিলেন। তিনি বলেন, এসময় জামাকাপড়ের দাম কম থাকে। তাই কেনাকাটা করছি। প্রতিবছরই এসময় পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কিনি। ছবি: সুমন মুখোপাধ্যায়