মঙ্গলবার, 08 জুলাই 2025
Logo
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

৫ বিধানসভা আসনে উপ নির্বাচনে নির্বিঘ্নেই ভোটগ্রহণ

বৃহস্পতিবার পশ্চিবঙ্গের কালীগঞ্জ  ছাড়াও দেশের আরও ৪ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হল। গুজরাতের কাদি ও ভিসাভাদর, কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা আসনে এদিন ভোট গ্রহণ হল।

৫ বিধানসভা আসনে  উপ নির্বাচনে নির্বিঘ্নেই ভোটগ্রহণ

নয়াদিল্লি: বৃহস্পতিবার পশ্চিবঙ্গের কালীগঞ্জ  ছাড়াও দেশের আরও ৪ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হল। গুজরাতের কাদি ও ভিসাভাদর, কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা আসনে এদিন ভোট গ্রহণ হল। আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল, এই উপনির্বাচন থেকেই ১০০ শতাংশ ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং চালু হবে। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, ১৩৫৪ টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ১,৩৫৩টিতেই নির্বিঘ্নে ওয়েবকাস্টিং হয়েছে। এই প্রথম কোনও ভোটে মোবাইল জমা রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কমিশন জানিয়েছে, বিকেল ৫ টা পর্যন্ত কেরলের নিলাম্বুরে ভোটদানের হার ছিল ৭০ শতাংশ। গুজরাতের দুটি কেন্দ্রেই ভোট পড়েছে ৫৪ শতাংশের কিছু বেশি। লুধিয়ানাতে ভোটদানের হার ৪৯.০৭ শতাংশ। 

রাশিফল