বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

তিন যুগের অপেক্ষা শেষ ,অস্কার পাচ্ছেন টম ক্রুজ

কথায় আছে ‘সবুরে মেওয়া ফলে’। সেটাই যেন সত্যি হতে চলেছে হলিউড অভিনেতা টম ক্রুজের জীবনে। ৩৫ বছর অপেক্ষার পর তাঁর হাতে আসতে চলেছে সাম্মানিক অস্কার।

তিন যুগের অপেক্ষা শেষ ,অস্কার পাচ্ছেন টম ক্রুজ

ওয়াশিংটন: কথায় আছে ‘সবুরে মেওয়া ফলে’। সেটাই যেন সত্যি হতে চলেছে হলিউড অভিনেতা টম ক্রুজের জীবনে। ৩৫ বছর অপেক্ষার পর তাঁর হাতে আসতে চলেছে সাম্মানিক অস্কার। ৩৫ বছর আগে প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার পরেও বেশ কয়েকবার মনোনীত হয়েছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়ক। কিন্তু কোনওবারই ভাগ্য সহায় ছিল না তাঁর। অবশেষে কেরিয়ারের প্রথম অস্কার হাতে উঠবে ‘মিশন ইমপসিবল’ খ্যাত অভিনেতার। পাশাপাশি, কোরিওগ্রাফার ডেবি অ্যালেন ও ‘ডু দ্য রাইট থিং’ ছবির প্রোডাকশন ডিজাইনার উইন থমাসও সাম্মানিক অস্কার পাবেন। অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়ং এক বিবৃতিতে বলেন, ‘এবছর চারজন সেরা শিল্পীকে তাঁদের অসাধারণ কেরিয়ার ও বিনোদন জগতে অবদানের জন্য গভর্নরস অ্যাওয়ার্ডস সম্মানিত করবে।’ 
উল্লেখ্য, ৬২ বছরের টম ১৯৯০-এ ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’-এ প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। এরপর সেরা অভিনেতার মনোনয়ন এসেছিল ১৯৯৭-এ ‘জেরি ম্যাগুয়ের’-এর হাত ধরে। ২০০০ সালে ফের মনোনয়ন। এবার সহ অভিনেতা বিভাগে। সৌজন্যে ‘ম্যাগনোলিয়া’।  ২০২৩-এ ‘টপ গান: মেভরিক’-এর প্রযোজনা টমকে অস্কার মনোনয়ন পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সেসব পেরিয়ে এবার বিনোদন দুনিয়ায় এত বছরের অবদানের জন্য পাবেন সাম্মানিক অস্কার। আগামী ১৬ নভেম্বর লস এঞ্জেলসে সেরাদের হাতে স্বীকৃতি তুলে দেওয়া হবে।

রাশিফল