গাছে ধাক্কা বাইকের তিন যুবকের মৃত্যু
রবিবার রাতে রাইপুরে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। তিনজন একটি বাইকেই ছিল। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার রাতে রাইপুরে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। তিনজন একটি বাইকেই ছিল। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম রাবেন সোরেন(১৬), লক্ষ্মীরাম মাণ্ডি(১৯) ও ফকির সোরেন(১৯)। প্রথম দু’জনের বাড়ি রাইপুর থানার চাকামুরালি গ্রামে। ফকির ওই থানারই মেগিশোল গ্রামের বাসিন্দা। বাইক আরোহী তিন যুবকের কারও মাথায় হেলমেট ছিল না। বাইকটি লক্ষ্মীরামের ছিল। গত ফেব্রুয়ারি মাসেই বিনা হেলমেটে বাইক চালানোর জন্য তাকে জরিমানা করা হয়। তারপরেও ফের হেলমেট ছাড়াই বন্ধুদের নিয়ে দ্রুত গতিতে সে বাইক চালিয়ে যাচ্ছিল। ঘটনায় পুলিসি নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাইপুর থানার এক আধিকারিক বলেন, এক্ষেত্রে হেলমেট ছাড়া চালানোর পাশাপাশি একটি বাইকে তিনজনে চাপার ফলেও আইনভঙ্গ হয়েছে। আমরা এলাকায় কড়া নজরদারি চালাই। বিভিন্ন জায়গায় চেকিং হয়ে থাকে। কিন্তু তারপরেও এই দুর্ঘটনা ঘটেছে। আগামী দিনে চেকিং আরও বাড়ানো হবে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা নাগাদ ওই তিন যুবক বাইকে রওনা দেয়। লক্ষ্মীরাম বাইকটি চালাচ্ছিল। বাকি দু’জন পিছনে বসেছিল। রাত ৯টা নাগাদ মটগোদা-রানিবাঁধ রোডের ঢেঙাম বড়তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাইকটি কদমাগড় থেকে সোনাগাড়ার দিকে যাচ্ছিল। চালক দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। ওই রাস্তায় কয়েকটি বাঁক রয়েছে। রাতের অন্ধকারে বাইক চালক তা খেয়াল করেনি। তারফলেই সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায়। তিনজনেই রাস্তার উপর ছিটকে পড়ে।
খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তিনজনকেই রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাবেন ও ফকিরকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় লক্ষ্মীরামকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। সোমবার বাঁকুড়া মেডিক্যালের মর্গে তিনজনের ময়নাতদন্ত হয়।
এদিকে, রাইপুর সহ জঙ্গলমহলের অন্যান্য থানা এলাকায় হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা দিনদিন বাড়ছে। চালক হেলমেট পরলেও পিছনের আরোহীর মাথা খালি থাকছে। ফলে দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে মৃত্যুর ঘটনাও ক্রমশ বাড়ছে। পাশাপাশি একটি বাইকে তিনজনে সওয়ার হওয়ার বিষয়টিও হামেশাই লক্ষ্য করা যাচ্ছে। কখনও আবার বড়দের সঙ্গে শিশুরাও ঝুঁকি নিয়ে বাইকে চাপছে।
খাতড়া মহকুমার পুলিস আধিকারিকরা জানিয়েছেন, রবিবার রাতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকলে পথ নিরাপত্তা মেনে চললে ভালো হয়। এব্যাপারে ধারাবাহিক প্রচার চালানো হবে।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 14, 2025
অমৃত কথা
-
ধ্যান
- post_by বর্তমান
- জুন 14, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 14, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 14, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 14, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 13, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 13, 2025