মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বেহাল সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য বিজেপির সম্বল অপারেশন সিন্দুর

অপারেশন সিন্দুরের সৌজন্যে পাকিস্তানে পাল্টা সামরিক হানার সাফল্যকে অস্ত্র করে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। তাই নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় শাসকদল।

বেহাল সংগঠনকে  চাঙ্গা করতে রাজ্য বিজেপির সম্বল অপারেশন সিন্দুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপারেশন সিন্দুরের সৌজন্যে পাকিস্তানে পাল্টা সামরিক হানার সাফল্যকে অস্ত্র করে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। তাই নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় শাসকদল। আজ শুক্রবার ব্লকস্তরে এই যাত্রার শেষ দিন। পশ্চিমবঙ্গে পার্টির বেহাল সংগঠনকে চাঙ্গা করতে অপারেশন সিন্দুরকেই জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ ইউনিট। দলীয় বিধায়ক, এমপি ও সর্বস্তরের জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার প্রাক্তন ও কর্মরত সেনা ও আধা সেনাদের বাড়িতে গিয়ে জনসংযোগ সারতে। দেশের এই বীর জওয়ানদের পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় স্তরে বিশেষ কর্মসূচি নিতে হবে। সেখানে বড় বড় ব্যানারে ‘আমরা বাহিনীর সঙ্গে ও অপারেশন সিন্দুরের সঙ্গে’ শব্দবন্ধ লিখতে হবে। 
এ প্রসঙ্গে দলের এক রাজ্য কমিটির এক নেতা বলেন, গত আট মাস পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন ঝুলে রয়েছে। দিলীপ ঘোষের বিতর্কের মাঝে পড়ে দলের কোর-কমিটি বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে। এই মুহূর্তে দলের ঘোষিত কোনও কর্মসূচি নেই। অথচ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তৃণমূল-সিপিএম ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে। অথচ রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও আমরা কিছু শুরুই করতে পারিনি। তাই মুখরক্ষায় অপারশেন সিন্দুর পার্টির নেতাদের কাছে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো। তাই পাকিস্তানকে আক্রমণের কাহিনি বারবার শুনিয়ে আমজনতার মনে প্রভাব ফেলাই আমাদের একমাত্র উদ্দেশ্য।