শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

নিগৃহীত ভারতীয় পড়ুয়া অবৈধভাবে আমেরিকায় যান, রিপোর্টে দাবি

নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াকে নিগ্রহকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বৈধ ভিসা ছাড়াই আমেরিকায় ঢুকেছিল কমল জৈন নামে ওই পড়ুয়া। 

নিগৃহীত ভারতীয় পড়ুয়া অবৈধভাবে আমেরিকায় যান, রিপোর্টে দাবি

নয়াদিল্লি: নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াকে নিগ্রহকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বৈধ ভিসা ছাড়াই আমেরিকায় ঢুকেছিল কমল জৈন নামে ওই পড়ুয়া। আদালতের নির্দেশ মেনে হরিয়ানার বাসিন্দা ওই যুবককে ফেরত পাঠানো হচ্ছিল। গোটা বিষয় সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, বিমানযাত্রী হিসেবে পড়ুয়ার আচরণ যথাযথ ছিল না। তাই তাঁকে আটকানো হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ছাত্র সুস্থ হলেই তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, মার্কিন বিমানবন্দরে মাটিতে ফেলে ভারতীয় পড়ুয়াকে হাতকড়া পরানো হচ্ছে—এমন 
একটি ভিডিও ভাইরাল হতেই সমালোচনা ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। 

রাশিফল