বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

শ্যুটিংয়ে বাধা পেলে পরিচালকদের পুলিসি সহায়তা

শ্যুটিংয়ে বাধা পেলে পুলিসের সাহায্য নিতে পারবেন পরিচালকরা। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়েছেন, টলিউডের কোনও পরিচালককে কাজ করতে বাধা দেওয়া যাবে না

শ্যুটিংয়ে বাধা পেলে পরিচালকদের পুলিসি সহায়তা

শ্যুটিংয়ে বাধা পেলে পুলিসের সাহায্য নিতে পারবেন পরিচালকরা। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়েছেন, টলিউডের কোনও পরিচালককে কাজ করতে বাধা দেওয়া যাবে না। বিগত কয়েক মাস ধরে টলি পাড়ায় পরিচালক বনাম ফেডারেশন দ্বন্দ্ব অব্যাহত। শ্যুটিংয়ে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন পরিচালক। সেই দ্বন্দ্ব আদালত অবধি গড়িয়েছে। হাইকোর্ট বলেছে, জীবন ও জীবিকার মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সেটা নিশ্চিত করাই আদালতের মূল লক্ষ্য। বিচারপতির নির্দেশ, শ্যুটিংয়ের সময় কোনও পরিচালক বাধার সম্মুখীন হলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে যাতে কাজে বাধা দেওয়ার মতো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে সচিবকেই। কোনও অসুবিধা হলে স্থানীয় পুলিসের সাহায্য নিতে পারবেন সচিবও। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন। এ প্রসঙ্গে ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায় বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আমরা খুশি। বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’ অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা হলেও ফোনে তাঁর সাড়া পাওয়া যায়নি।