রক্ত নয়, শিরায় বইছে গরম সিঁদুর: মোদি, ক্যামেরার সামনেই কেন রক্ত ফোটে, ঠেস রাহুলের
অপারেশন সিন্দুর। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্য নিয়ে আলোচনার অন্ত নেই। এই সাফল্যকে সামনে রেখে নরেন্দ্র মোদি রাজনৈতিক প্রচার এবং ব্যক্তিগত ইমেজ নির্মাণ প্রক্রিয়া শুরু করেছেন বলে সরব বিরোধীরা।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন সিন্দুর। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্য নিয়ে আলোচনার অন্ত নেই। এই সাফল্যকে সামনে রেখে নরেন্দ্র মোদি রাজনৈতিক প্রচার এবং ব্যক্তিগত ইমেজ নির্মাণ প্রক্রিয়া শুরু করেছেন বলে সরব বিরোধীরা। যদিও সেসব অভিযোগকে উড়িয়ে ফের অপারেশন সিন্দুরের সাফল্য প্রসঙ্গ টেনে পাকিস্তানকে বিঁধলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে হাই ভোল্টেজ ভাষণে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, তাঁর শরীরে এখন আর রক্ত বইছে না। এখন তাঁর শিরায় বইছে গরম সিঁদুর। নিজের সম্পর্কে আরও বলেন, ‘মোদির মাথা খুব ঠান্ডা। কিন্তু মোদির রক্ত গরম। বহুকাল ধরেই পাকিস্তান সরাসরি যুদ্ধে ভারতের সঙ্গে পেরে ওঠে না। সেটা তারা জানে। তাই সন্ত্রাসের মাধ্যমে ভারতের নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। কিন্তু পাকিস্তান এখন বুঝতে পারছে, সময় পাল্টে গিয়েছে। এখন মা ভারতীর (ভারত মাতাকে এখন মা ভারতীই বলেন মোদি) সেবক মোদি এখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এখন পাকিস্তান জানে, কীভাবে তারা যোগ্য জবাব পাবে। পহেলগাঁও হামলায় গুলি ২৬ জনের উপর চালানো হয়েছে। কিন্তু ১৪০ কোটি মানুষের বুকে সেই ধাক্কা ও যন্ত্রণা অনুভূত হয়েছে। তাই এই ১৪০ কোটি জনসংখ্যাই মিলিত শপথ নিয়েছে যে, সন্ত্রাসবাদকে ধ্বংস করা হবে।’ ভারতকে ‘অ্যাটম’ বোমার ভয় দেখিয়ে যে লাভ নেই, পাকিস্তানকে সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
নিজের ভাষণে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেও তাতে অবশ্য বিতর্ক থামছে না। এই বিতর্কের সূত্রপাত ট্রেনের অনলাইন টিকিটে অপারেশন সিন্দুরের লোগোর সামনে মোদির স্যালুটরত ছবিকে ঘিরে। কেন সেনাবাহিনীর অপারেশনের লোগোকে এভাবে প্রচারের কাজে লাগানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধী। শুধু বক্তৃতা না দিয়ে মোদিকে তিনটি প্রশ্নের জবাব দিতে বলেছেন কংগ্রেস সাংসদ। সন্ত্রাসবাদের বিষয়ে মোদি কেন পাকিস্তানকে বিশ্বাস করলেন, কেনই বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে তিনি ভারতের স্বার্থ বিসর্জন দিলেন, তা জানতে চান রাহুল। পাশাপাশি এদিন মোদির বক্তব্যের রেশ ধরে লোকসভার বিরোধী দলনেতার প্রশ্ন, ‘শুধু ক্যামেরার সামনেই কেন আপনার রক্ত ফুটে ওঠে?’
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 24, 2025
অমৃত কথা
-
আদর্শ
- post_by বর্তমান
- জুন 24, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 24, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 24, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 24, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025