বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

দোহায় নজরে নীরজ চোপড়া

২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গত বছর শেষ করেন দ্বিতীয় স্থানে। শুক্রবার রাতে কাতার স্পোর্টস ক্লাবের দিকে সেজন্যই নজর রয়েছে ভারতীয় ক্রীড়ামহলের।

দোহায় নজরে নীরজ চোপড়া

দোহা: ২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গত বছর শেষ করেন দ্বিতীয় স্থানে। শুক্রবার রাতে কাতার স্পোর্টস ক্লাবের দিকে সেজন্যই নজর রয়েছে ভারতীয় ক্রীড়ামহলের। মরশুমের শুরুতে তারকা জ্যাভেলিন থ্রোয়ারের সাফল্যের জন্য দেশজুড়ে প্রার্থনায় সমর্থকরা। একইসঙ্গে, তিনি ৯০ মিটার  পেরতে পারেন কিনা, তা নিয়ে আগ্রহী অনেকেই। এখনও পর্যন্ত তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে তা এসেছিল। ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী নীরজকে এই আসরে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, চেকিয়ার জাকুব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবারেরা।