শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফোন করলেন ইরানি প্রেসিডেন্ট, সংঘর্ষ থামানোর বার্তা দিলেন মোদি

ইরান ও ইজরায়েলের মধ্যে দ্রুত সংঘর্ষ থামানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘর্ষ প্রশমনে কূটনীতি এবং মতামত বিনিময়ের উপর জোর দিয়েছেন তিনি। 

ফোন করলেন ইরানি প্রেসিডেন্ট, সংঘর্ষ থামানোর বার্তা দিলেন মোদি

নয়াদিল্লি: ইরান ও ইজরায়েলের মধ্যে দ্রুত সংঘর্ষ থামানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘর্ষ প্রশমনে কূটনীতি এবং মতামত বিনিময়ের উপর জোর দিয়েছেন তিনি। রবিবার পশ্চিম এশিয়ার এই দুই দেশের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়ল। এদিনই ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে আমেরিকা। ঘটনার কয়েক ঘণ্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিন। তখনই যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, ‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। চলতি পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। উত্তেজনা নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছি। আমাদের আবেদন, এই উত্তেজনা প্রশমনে আলোচনা ও কূটনৈতিক পথে হাঁটুক দেশগুলি। আলোচনার মাধ্যমে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা হোক।’
সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। ভারতকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতাবস্থা রক্ষাকারী বন্ধু এবং অংশীদার বলে বর্ণনা করেন ইরানের প্রেসিডেন্ট। ভারত উত্তেজনা প্রশমনে যেভাবে আলোচনা এবং কূটনীতির উপর জোর দিয়েছে, তার প্রশংসা করেছেন পেজেশকিন। 

রাশিফল