শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

এবার রুশ সফরে ইরানের বিদেশমন্ত্রী

ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর রাশিয়া যাওয়ার কথা।

এবার রুশ সফরে ইরানের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর রাশিয়া যাওয়ার কথা। আরাঘচির দাবি, ‘রাশিয়া ইরানের বন্ধু। যে কোনও পরিস্থিতিতেই রাশিয়ার সঙ্গে আলোচনা করা হয়।’ জানা গিয়েছে, সোমবার সকালে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। মার্কিন হামলার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। তাঁর হুশিয়ারি, ‘আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে ইরানের। যোগ্য জবাব দেওয়া হবে।’ 
এদিকে, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার জন্য ট্রাম্পকে একহাত নিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই আবহে তাঁর হুশিয়ারি,‘ ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য বহু দেশ অপেক্ষা করে রয়েছে।’ যদিও দেশগুলির নাম বলেননি মেদভেদেভ।

রাশিফল