রাজ্যে ইএসআই হাসপাতালগুলিতে ২৪২ জন ডাক্তার নিয়োগের উদ্যোগ
রাজ্যে শ্রমদপ্তরের পরিচালনাধীন ইএসআই হাসপাতালগুলিতে স্থায়ী পদে ২৪২ জন চিকিৎসকের নিয়োগ হতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হচ্ছে।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে শ্রমদপ্তরের পরিচালনাধীন ইএসআই হাসপাতালগুলিতে স্থায়ী পদে ২৪২ জন চিকিৎসকের নিয়োগ হতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। পিএসসি ইতিমধ্যে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য ২৪২ জন চিকিৎসকের তালিকা শ্রমদপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে। শ্রমদপ্তরও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তালিকভুক্ত চিকিৎসকদের আগামী ২৬ জুন ও ৭ জুলাই মেডিক্যাল পরীক্ষা করা হবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ইএসআই হাসপাতালে চিকিৎক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন ২০২৩ সালে বিজ্ঞপ্তি জারি করে। মোট শূন্যপদ ছিল ৩০০টি। পিএসসি ২০২৪ সালের ডিসেম্বর ভেকে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি মধ্যে মোট ৫১৯ জন আবেদনকারীকে ইন্টারভিউ নেয়। এর ভিত্তিতে পিএসটি মোট ২৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে শ্রমদপ্তরের কাছে। যেহেতু নিয়োগের বিজ্ঞপ্তি অনেক আগে হয়েছিল তাই এক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনও জটিলতা নেই। সংরক্ষণের যে নিয়ম বিজ্ঞপ্তি জারির সময় ছিল নিয়োগ হয়েছে সেই অনুযায়ীই। রাজ্যে মোট ১৩টি ইএসআই হাসপাতাল রাজ্য শ্রমদপ্তর পরিচালনা করে। ইএসআই নথিভুক্ত শ্রমিকরা এই হাসাপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করেন।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান, নতুন ডাক্তার নিয়োগের ফলে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নত হবে। এতে শ্রমিকরা উপকৃত হবেন। প্রসঙ্গত, জোকায় ইএসআই হাসপাতালটি সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। ১৩টি ইএসআই হাসপাতাল শ্রমদপ্তরের নিয়ন্ত্রণে থাকলেও খরচের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারও দেয়। রাজ্যে আরও চারটি নতুন ইএসআই হাসপাতাল হবে শিলিগুড়ি, হলদিয়া, খড়্গপুর ও শ্যামনগরে। এখন রাজ্য শ্রমদপ্তরের ইএসআই হাসপাতাল আছে—কামারহাটি, শিয়ালদহ, শ্রীরামপুর, বেলুড়, বালটিকুরি, উলুবেড়িয়া, কল্যাণী, গৌরহাটি, বজবজ, মানিকতলা, আসানসোল, ব্যান্ডেল ও দুর্গাপুরে। হাসপাতালগুলিতে মোট ৩১৫৪টি বেড আছে।
related_post
অমৃত কথা
-
বেদ
- post_by বর্তমান
- জুলাই 8, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 8, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 8, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 8, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 8, 2025