শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ভারতীয় পরিবারগুলির হাতে ২৫ হাজার টন সোনা

উৎসবে, অনুষ্ঠানে উপহার থেকে প্রেয়সীর মন জয়ে সোনার জুড়ি মেলা ভার। এই হলুদ ধাতুর ১০ গ্রামের দাম লাখ টাকা ছাড়ালেও  সোনা সঞ্চয় কিন্তু কমছে না। বরং দেশবাসীর হাতে সোনা সঞ্চয়ের বহর বেড়েই চলেছে।

ভারতীয় পরিবারগুলির হাতে ২৫ হাজার টন সোনা

নয়াদিল্লি: উৎসবে, অনুষ্ঠানে উপহার থেকে প্রেয়সীর মন জয়ে সোনার জুড়ি মেলা ভার। এই হলুদ ধাতুর ১০ গ্রামের দাম লাখ টাকা ছাড়ালেও  সোনা সঞ্চয় কিন্তু কমছে না। বরং দেশবাসীর হাতে সোনা সঞ্চয়ের বহর বে঩ড়েই চলেছে। ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়ার মতে, ভারতীয়দের হাতে এখন ২৫ হাজার টন সোনা গচ্ছিত রয়েছে। এই বিপুল সোনার বাজার দর বোঝাতে একটি পরিসংখ্যান তুলে ধরেছে বিনিয়োগ সংক্রান্ত পরামর্শদাতা সংস্থাটি। তাদের মতে, এই স্বর্ণ সঞ্চয়ের মোট মূল্য ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের নমিনাল জিডিপির ৫৬ শতাংশ। এমনকী এই অর্থের পরিমাণ দেশের মোট ব্যাঙ্ক ঋণের থেকেও বেশি। কারণ, ব্যাঙ্ক ঋণের পরিমাণ দেশের অর্থনীতির ৫৫ শতাংশ। ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়ার মুখ্য অর্থনীতিবিদ তানভি গুপ্তা জৈন বলেন, গার্হস্থ্য স্বর্ণ সঞ্চয়ের হিসেব করলে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত। 

রাশিফল