বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিতেই যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাক, দাবি মার্কিন প্রেসিডেন্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সোমবার ঠিক রাত ৮ টায়। অধীর আগ্রহে অপেক্ষা করছে তামাম ভারতবাসী। এর ঠিক আধঘণ্টা আগে হোয়াইট হাউসে ‘প্রেস ব্রিফ’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিতেই যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাক, দাবি মার্কিন প্রেসিডেন্টের

নিউ ইয়র্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সোমবার ঠিক রাত ৮ টায়। অধীর আগ্রহে অপেক্ষা করছে তামাম ভারতবাসী। এর ঠিক আধঘণ্টা আগে হোয়াইট হাউসে ‘প্রেস ব্রিফ’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজেন্ডা না থাকলেও, সেখানে আচমকা টেনে আনলেন ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির প্রসঙ্গ। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত বা পাকিস্তানের সংঘাত বন্ধের পিছনে রয়েছে আমেরিকারই হাত। দুই দেশের রাষ্ট্রনেতাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, যুদ্ধ বন্ধ না হলে আপনাদের সঙ্গে আমরা আর বাণিজ্য করব না। তাতেই কাজ হয়। অর্থাৎ ট্রাম্প বকলমে বোঝালেন, পাকিস্তানের ডিজিএমও ফোন করে ভারতকে যুদ্ধবিরতির প্রস্তাব দিতেই পারেন। কিন্তু সেটার নেপথ্যেও ছিল মার্কিন প্রেসিডেন্টেরই হাত। যুদ্ধের ব্যাপারেই অটল ভারত ও পাক দুই শিবিরকে নরমে-গরমে আলোচনার টেবিলে নিয়ে এসেছেন তিনিই। যদিও আধঘণ্টা পর ট্রাম্পের দাবিকে প্রকারান্তরে খণ্ডন করেন প্রধানমন্ত্রী মোদি। জানিয়ে দেন, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সায় দিয়েছে ভারত। পরে রাতে কেন্দ্রীয় সরকারের এক সূত্র থেকেও জানানো হয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনও বিষয়ে কথা হয়নি। 
সূত্রের খবর, অপারেশন সিন্দুর শুরুর পরেই গত ৮ মে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। পরদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। ১০ মে রুবিও ফের কথা বলেন জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এদিন ট্রাম্পও ফের দাবি করেন, ভারত ও পাকিস্তানের মতো দুই পরমাণু অস্ত্রধর দেশের সংঘর্ষ থামিয়ে দিয়েছে তাঁর প্রশাসনই। আর এজন্য তিনি বাণিজ্য সম্পর্ককেই বাজি রেখেছিলেন। দুই দেশের রাষ্ট্রনেতাদের তিনি বলেছিলেন, আপনারা যুদ্ধ বন্ধ করুন। তাহলে দু’পক্ষের সঙ্গেই প্রচুর বাণিজ্য করতে পারে আমেরিকা। কিন্তু যদি যুদ্ধ বন্ধ না করেন, আমরা আর আপনাদের সঙ্গে কোনও বাণিজ্য করব না। নিজের ঢাক পিটিয়ে ট্রাম্প আরও বলেন, ‘এর আগে কেউই আমার মতো বাণিজ্যকে ব্যবহার করতে পারেনি। আমাদের কথা শুনে, হঠাৎ করেই ভারত ও পাকিস্তানের নেতৃত্ব যুদ্ধ বন্ধের কথা বলেন। আমরা ভারত ও পাকিস্তানের বহুল পরিমাণে বাণিজ্য করতে চলেছি। আমরা একটা পরমাণু যুদ্ধ থামিয়ে দিতে পেরেছি। তাই আমি গর্বিত।’