মমতার অনুকরণ! দিল্লিতেও পথ নির্দেশিকা বোর্ডের রং নীল-সাদা
কোথায় যাবেন? পার্লামেন্ট? জনপথ? কতর্ব্যপথ? নাকি, কনটপ্লেস? রেলভবন....সাধারণ মানুষ যা দেখে পৌঁছবেন গন্তব্যে, সেই পথ নির্দেশিকার (রোড সাইন) বোর্ড এবার হচ্ছে নীল-সাদা।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোথায় যাবেন? পার্লামেন্ট? জনপথ? কতর্ব্যপথ? নাকি, কনটপ্লেস? রেলভবন....সাধারণ মানুষ যা দেখে পৌঁছবেন গন্তব্যে, সেই পথ নির্দেশিকার (রোড সাইন) বোর্ড এবার হচ্ছে নীল-সাদা। বর্তমান সবুজ বোর্ডের ওপর সাদায় লেখা ডিজাইন বদলে যাচ্ছে নয়াদিল্লির লুটিয়েন্স দিল্লি এলাকায়। যা নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের এনডিএমসি) অধীন। পদাধিকারবলে দিল্লির মুখ্যমন্ত্রী এবং নিউ দিল্লির সাংসদ কাউন্সিলের এক্স-অফিসিও মেম্বার। উভয়েই বিজেপির। এনডিএমসি’র ভাইসচেয়ারম্যান কুলজিৎ চাহলও বিজেপি নেতা। আর বিজেপি নেতৃত্বের হাতে চলা সেই নয়াদিল্লি নগরপালিকা পরিষদই এবার পথ নির্দেশিকা বোর্ড বদলাচ্ছে নীল-সাদায়। এর জন্য খরচ হবে ১৮ কোটি টাকা।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর নীল-সাদা রঙে জোর দেন। রেলিং, বাড়ি, পথ নির্দেশিকা বোর্ডের রং বদলান। যা নিয়ে তৃণমূল বিরোধীরা কম সমালোচনা করেনি। ঘটনাচক্রে সেটিই এখন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএমসি। ৪২.৭ বর্গ কিলোমিটার বিস্তৃত যে এলাকার মধ্যেই দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে প্রধানমন্ত্রীর বাসভবন। নর্থব্লক, সাউথ ব্লক, সংসদ। সরকারি দপ্তর। দিল্লির প্রাণকেন্দ্র। সেখানকার ত্রিকোণ, চতুর্ভূজ, পঞ্চভূজ, গোলাকার সব ধরনের পথ নির্দেশিকার বোর্ডের রংই যাচ্ছে বদলে। ‘ইন্ডিয়ান রোড কংগ্রেসে’র গাইডলাইন মেনেই তা বদলানো হচ্ছে। যেখানে শহরে পথ নির্দেশিকা বোর্ডের রং হবে নীল। তার ওপর সাদা দিয়ে লেখা থাকবে রাস্তার নাম। জাতীয় এবং রাজ্য সড়কের ক্ষেত্রে সেটি হবে সবুজ প্রেক্ষাপটে সাদা লেখা।
নয়াদিল্লির এই এলাকায় রয়েছে ১,২৯৮ কিলোমিটার রাস্তা। ৫২ টি গোলচক্কর। কলকাতায় যেমন রাস্তার মোড় হয় চারমাথা, পাঁচমাথা, তিনমাথা, দিল্লির লুটিয়েন্স জোনে সেগুলি গোলাকার। একাধিক দিক থেকে রাস্তা এসে মেশে। একটি রাস্তা মিস করে গেলে ঘুরে আসতে হবে অনেকটা। নির্দিষ্ট পথে যাওয়ার দিক নির্দেশ করতে রয়েছে ৬,৪৩৯ টি রোড সাইন বোর্ড। যেখানে ইংরেজি, হিন্দি, উর্দু আর গুরমুখীতে লেখা রাস্তার নাম। ২০১০
সালে কমনওয়েলথ গেমসের সময় নয়াদিল্লি সাজিয়ে তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের শীলা দীক্ষিত। সেই থেকে চলছে বোর্ড। এবার সেগুলির রং বদলাচ্ছে বিজেপি। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে অনুকরণ করছে বিজেপিও?
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025