বিজেপির সর্বভারতীয় সভাপতি: সংগঠনের দায়িত্ব সামলানো কোনও নেতাকে চায় সঙ্ঘ, প্রবল চাপে পদ্ম শিবির
বর্ষীয়ান কোনও কেন্দ্রীয় মন্ত্রী নন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উত্তরসূরি হিসেবে শুধুই দলের সংগঠনের দায়িত্ব সামলেছেন, এমন কোনও নেতাকেই বেছে নিতে চাইছে সঙ্ঘ।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২০, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষীয়ান কোনও কেন্দ্রীয় মন্ত্রী নন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উত্তরসূরি হিসেবে শুধুই দলের সংগঠনের দায়িত্ব সামলেছেন, এমন কোনও নেতাকেই বেছে নিতে চাইছে সঙ্ঘ। বিজেপির শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে। এই সমীকরণ মেনে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান বা ভূপেন্দ্র যাদবের সম্ভাবনা তাই ক্রমশ কমছে বলে মনে করছে গেরুয়া শিবির।
দলীয় সূত্রের খবর, সঙ্ঘ পরিবার চাইছে যে চলতি মাসের মধ্যেই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করুক বিজেপি। স্বাভাবিকভাবেই এনিয়ে প্রবল চাপে পড়েছে বিজেপি। কারণ বহু রাজ্যেই এখনও দলের সাংগঠনিক নির্বাচন হয়নি। বিজেপির নিয়মনীতি অনুসারে, সর্বভারতীয় স্তরে সাংগঠনিক নির্বাচন করতে হলে অন্তত ৫০ শতাংশ রাজ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। মাত্র দিনদশেক সময়ের মধ্যে তা কার্যত অসম্ভব বলেই মনে করছে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় পার্টি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে তাঁকে সাংগঠনিক পদ ছেড়ে দিতে হবে। কোনও কেন্দ্রীয় মন্ত্রী যদি নাড্ডার উত্তরসূরি হন, তাহলে তাঁকেও মন্ত্রিত্ব ছেড়ে সাংগঠনিক পদ সামলাতে হবে।
গেরুয়া শিবির সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং বছর চারেকের মধ্যে লোকসভা ভোটের প্রেক্ষিতে এহেন জটিলতার মধ্যে আর ঢুকতে চাইছে না সঙ্ঘ পরিবার। আর তাই দলকে বলা হয়েছে, দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব সামলানো কোনও বর্ষীয়ান নেতাকে যেন এই ভার দেওয়া হয়। সেইমতো কেন্দ্রীয় স্তরে দলের সংগঠন সামলানো কর্ণাটকের এক প্রবীণ নেতাকে নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে গেরুয়া রাজনীতিতে। পাশাপাশি নাড্ডার উত্তরসূরি হিসেবে আচমকাই চর্চায় এসেছে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের নামও।
tags
related_post
অমৃত কথা
-
বেদ
- post_by বর্তমান
- জুলাই 8, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 8, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 8, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 8, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 8, 2025