কলকাতা

মাটিয়ায় ‘প্রেমিকা’র বাবাকে কুপিয়ে খুন, পাল্টা ভাঙচুর অভিযুক্তের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: একাধিকবার যুবতীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল পড়শি যুবক। তাতে রাজি হয়নি পরিবার। এর মধ্যেই অন্যত্র মেয়ের বিয়ে দিয়েছে পরিবারের লোকজন। পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় ক্ষোভ জমেছিল মনে। সেই আক্রোশ থেকেই যুবতীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সেই পড়শি যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম জব্বার মোল্লা (৫৫)। অভিযোগ, এই ঘটনার পাল্টা হামলাও হয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে কার্যত গুঁড়িয়ে দিয়েছে মৃতের পরিজনরা। খুনের ঘটনায় অভিযুক্ত নিজামুদ্দিন মোল্লা ও তার পরিবারের সদস্যরা পলাতক।  
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জব্বার মাটিয়া থানা এলাকার কোড়াপাড়া গ্রামে থাকতেন। পেশায় কৃষক ছিলেন তিনি। প্রতিবেশী নাজিমুদ্দিন মোল্লা তাঁর মেয়েকে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিল। পরে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল একাধিকবার। তবে নাজিমুদ্দিন তেমন কোনও কাজ না করায় ওই যুবতীর পরিবার বিয়ের প্রস্তাব খারিজ করে দিয়েছিল। তারপর থেকে নাজিমুদ্দিন ও তার দলবল জব্বারের পরিবারের সদস্যদের শাসাত বলে অভিযোগ। গত রবিবার জব্বার অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তা দেখে নাজিমুদ্দিনের দলবল তাঁকে প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি পরিবারের। মঙ্গলবার রাতে বারাসতের কাজ সেরে জব্বার মালতিপুর রেল স্টেশনে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জব্বারের মৃত্যুর খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়িতে চড়াও হন। সেখানে ব্যাপক ভাঙচুর চলে। তার আগেই নাজিমুদ্দিন ও তার পরিবারের লোকজন ঘর ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
জব্বারের ভাই রব্বানি মোল্লা বলেন, ‘বেকার যুবক নাজিমুদ্দিন ভাইঝিকে বিয়ে করবে বলে চাপ দিচ্ছিল। ভাইঝি এমএ পাশ। রবিবার আমরা ভাইজিকে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছি। সেই আক্রোশেই নাজিমুদ্দিন ও তার দলবল দাদাকে কুপিয়ে খুন করেছে। ওদের কঠোর শাস্তি চাই।’ এদিকে, মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, ‘নাজিমুদ্দিনের প্রস্তাব খারিজ করে দিয়ে অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম আমরা। সেকারণেই স্বামীকে কুপিয়ে খুন করেছে ও। তারপর ভয়ে বাড়ি থেকে পালিয়েছে।’ 
এ নিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘নাজিমুদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্ত সপরিবারে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।‌ আশা করা হচ্ছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা যাবে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। তদন্তের স্বার্থে অকুস্থল ঘিরে রাখা হয়েছে’
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা