রাজ্য

দুর্গতদের জন্য গ্যাংটকে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা বাঙালি ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও হাওড়া: পুজোর মুখে লণ্ডভণ্ড সিকিম। সেনা জওয়ানসহ নিখোঁজ অনেক মানুষ। খেলনার মতো উড়ে গিয়েছে অসংখ্য গাড়ি, ব্রিজ এবং আস্ত বাড়িও। রাস্তা ভেঙে একাকার। ছত্রেছত্রে ধস। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়ে সেই বিপর্যয়ে সিকিমে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। তাঁদের বেশিরভাগই বাংলার মানুষ। ওই পর্যটকদের জন্য নিজের হোটেলে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করলেন এক বাঙালি পর্যটন ব্যবসায়ী। তাঁর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন পর্যটকরা।
বারাসত শহরে বাড়ি বাঙালি পর্যটন ব্যবসায়ী চন্দন ঘোষের। সিকিমের রাজধানী গ্যাংটকে তাঁর লিজে নেওয়া হোটেল রয়েছে। ভোররাতে বিপর্যয়ের পরই তিনি সিদ্ধান্ত নেন, তাঁর হোটেলে আটকে পড়া পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মোবাইল নম্বর পোস্ট করেন। সেই নম্বর দেখে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁরা আসবেন। চন্দনবাবু বলেন, ৪০ জনের জন্য আমার ১২টি রুম রয়েছে। তবে, সেখানে ৬০ জন থাকতে পারবেন। বিনামূল্যেই তাঁরা থাকবেন। আমরা আমাদের মতো খাবারও দেব। চাল সংগ্রহ করেছি। সব্জির আকাল। গ্যাসও দরকার। আমরা সব ব্যবস্থা করছি।
এদিকে, লাচুং থেকে পর্যটকরা গ্যাংটকে ফিরতে পারছেন না। বহু গাড়ি চালকও আটকে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না-হলে গাড়ি নামানো সম্ভব নয়। তাঁদের পরিবারগুলিও রয়েছে উদ্বেগে। দীপেন রাই নামে এক গাড়ি চালক বলেন, আমার চার বন্ধু উপরে আটকে আছেন। তাঁরা প্রত্যেকেই নিজের গাড়িতে পর্যটক নিয়ে গিয়েছিলেন। এখন তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
অনেক বাঙালি ব্যবসায়ীর উত্তর সিকিমে হোটেল রয়েছে। তাঁদের মধ্যে মৌমিতা ঘোষ নামে একজন বলেন, আমি আমার পেলিংয়ের হোটেলে আটকে রয়েছি। গতকাল থেকে আমার উত্তর সিকিমের হোটেল কর্মী এবং পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। হোটেলের কী অবস্থা সেটাও জানি না। 
13Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা