রাজ্য

নিম্নচাপের জের, বুধবার পর্যন্ত বৃষ্টি  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ৪ অক্টোবর, বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জায়গায়। শনিবার সকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাতেই সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকবে। এদিন নিম্নচাপটি যতই উপকূলের দিকে অগ্রসর হয়েছে, উপকূলবর্তী এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা ততই বেড়েছে। দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায়। কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। 
আজ, রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও শনিবার থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বেড়েছে। আগামী বুধবার পর্যন্ত  উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। নিম্নচাপের প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশে আগামী কয়েকদিন ভালো পরিমাণে বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা বিদায়ের প্রক্রিয়া উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হয়ে যাওয়ায় আবহাওয়াগত পরিবর্তন হচ্ছে। উত্তর ও পশ্চিম ভারতে পশ্চিমী শুষ্ক হাওয়া সক্রিয় হতে শুরু করেছে। এই কারণে নিম্নচাপটি স্থলভূমিতে ঢোকার পর মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশের দিকে এগতে পারবে না। পুর্ব ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটি। 
এ বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। ১ জুন থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের এই অংশে দীর্ঘকালীন গড়ের তুলনায় ১৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে (পশ্চিমবঙ্গে সার্বিকভাবে কম প্রায় ১২ শতাংশ)। দেশের অন্যান্য অংশে বৃষ্টির পরিমাণ সেখানকার দীর্ঘকালীন গড়ের বেশি বা কাছাকাছি। ফলে সামগ্রিক বিচারে দেশে গড় হারের তুলনায় মাত্র ৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সরকারিভাবে বর্ষাকালীন বৃষ্টির হিসেব ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধরা হয়। শেষ দিনে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে ঘাটতি বেশ কিছুটা কমবে। গড় হারের থেকে ১৯ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলেও আবহাওয়াগত বিচারে তা স্বাভাবিক বলে ধরা হয়। অর্থাৎ, এবার  এল নিনোর ভ্রুকুটি সত্ত্বেও বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি হল বলা যায়। আজ, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 
14Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা