রাজ্য

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, বাড়ল তাপমাত্রা, কী জানাল আবহাওয়া দপ্তর?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ পুদুচেরি এবং তামিলনাড়ু উপকূলের করাইকল ও মামাল্লাপুরম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ‘ফেনজল’-এর জেরে এই রাজ্যেও তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিস্থিতি। শীতের আমেজে কাঁটা হয়ে এক ধাক্কায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।
শনিবার আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, আজ শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ২১ ডিগ্রির আশেপাশে। আশপাশে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টিপাত হয়নি। গতকাল, শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার কলকাতার কিছু কিছু জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন।
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শহরের তাপমাত্রা নীচের দিকে নামতে শুরু করে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৭ ডিগ্রির আশেপাশে। তবে শীতের আমেজ থাকলেও কাঁপুনি কিন্তু তেমন মালুম হচ্ছিল না। কারণ, দীর্ঘদিন ধরেই ১৭-১৮ ডিগ্রির আশেপাশে ঘুরছিল পারা। এই আবহে ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর জেরে এক ধাক্কায় শহরে বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে তামপাত্রা। তাই আপাতত শীতের আমেজ থেকে কিছুটা বঞ্চিত শহরবাসী।
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা