রাজ্য

ভোটার লিস্টে নাম তোলার কাজে টালবাহানা, উষ্মাপ্রকাশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ চলছে জোরকদমে। অভিযোগ, তালিকায় নাম তোলার জন্য অজস্র নতুন নতুন আবেদন জমা পড়লেও সেগুলি যাচাইয়ের ক্ষেত্রে টালবাহানা করছে জেলাগুলি। বুধবার প্রতিটি জেলার সঙ্গে বৈঠকে এবিষয়ে উষ্মা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের অফিস। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যে লক্ষাধিক ফর্ম জমা পড়েছে। সেগুলি যাচাইয়ের কাজ সেভাবে শুরুই হয়নি। সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি বিধানসভা এলাকাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। কারণ অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কুড়িটিতে প্রচুর ফর্ম ‘আনপ্রসেস্ড’ অবস্থায় পড়ে রয়েছে। যে আধিকারিকরা এই দায়িত্বে রয়েছেন, তাঁদের সতর্ক করেছে কমিশন।
কিন্তু কেন এই অবস্থা? কমিশনের দাবি, পুরোটাই গাফিলতি। যে আধিকারিকরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই দায়িত্বে রয়েছেন, তাঁদের অনেকেই সক্রিয়ভাবে এই কাজ করছেন না। সেকারণেই প্রচুর ফর্ম জমে রয়েছে। জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে ভোটার তালিকা সংশোধন, সংযোজন ও বাতিলের জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী, অনলাইন বা অফলাইনে ফর্ম জমার পর সেটি যাচাই করার জন্য সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারকে দেওয়া হয়। দেখা যাচ্ছে, বহু জায়গায় সেগুলি বণ্টনই করা হয়নি। এই কাজে সব থেকে পিছিয়ে রাসবিহারী, রায়দিঘি, কাকদ্বীপ, যাদবপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কুলতলি, দমদম, চণ্ডীতলা প্রভৃতি বিধানসভা কেন্দ্র।
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা