রাজ্য

দূর-দূরান্তের কর্মীদের খাবারের জোগান দিল শিখদের লঙ্গরখানা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতা থেকে জনস্রোত আছড়ে পড়ছে এসপ্ল্যানেডে। তার আগেই ভিড়ের গতি খানিক কমে আসছে। কী ব্যাপার! শহিদ সমাবেশ উপলক্ষে জওহরলাল নেহরু রোডের উপর লঙ্গরখানা খুলেছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। তাকে ঘিরেই ভিড় নানা অংশের মানুষের। অল শিখ কমিউনিটি অব ওয়েস্ট বেঙ্গল এবং নেতাজি ভগৎ সিং ইউনাইটেড ফোরামের উদ্যোগে এই ফুড স্টলগুলি করা হয়েছিল। শুক্রবার দিনভর কয়েক হাজার মানুষকে খাবারের জোগান দিয়েছেন তাঁরা। এ কারণেই একটা বড় অংশের মানুষ সভাস্থল ছেড়ে খাবারের খোঁজে অন্যত্র পা বাড়াননি। বরং তাঁরাই খাবারের খোঁজ দিয়েছেন অন্যদের।
তখন সকাল ৭টা। ততক্ষণে চারটি স্টল খুলে গিয়েছে। সভা শেষ হওয়ারও পরও সচল ছিল সেগুলি। চা মিলেছে সব সময়। সকালের দিকে ছিল ছোলা সিদ্ধ। দুপুর বাড়তেই দেওয়া হয়েছে পরোটা-সব্জি। সঙ্গে ঠান্ডা জলের বোতল। কতজনের খাবারের আয়োজন করেছিলেন? আয়োজকদের কেউই ঠিকঠাক হিসেব বলতে পারলেন না। তবে, কম পড়বে না, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। লাইনে দাঁড়িয়ে ছিলেন তারকেশ্বরের জয়দেব মালো। তিনি বলেন, শ্রাবণ মাসে যাঁরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন, তাঁদের জন্য আমরা শরবত বা হাল্কা খাবারের ব্যবস্থা করি। ওষুধপত্র রাখি। এই প্রথম ২১ জুলাইয়ের সভায় এলাম। এখানে এসব দেখে ভালো লাগছে। সব ধর্মের মূল কথাই মানবসেবা।
বারুইপুর থেকে এসেছিলেন বাউলশিল্পী স্বপন চক্রবর্তী। সভাস্থলে গান গাইবেন, এটাই ছিল উদ্দেশ্য। মিছিলে হেঁটে এসে হাঁফিয়ে উঠেছিলেন। খাবার নয়, স্রেফ ঠান্ডা জলের জন্যই এই স্টলে পা বাড়িয়েছিলেন। বাউলকে দেখেই উৎসাহিত হয়ে পড়েন স্টলে থাকা শিখ ধর্মাবলম্বী প্রৌঢ়রা। ‘আরে শুধু জল কেন, চা খান। তারপর খাবার খেয়ে যাবেন।’ লাইনও দিতে হল না তাঁকে। তাগড়াই মানুষগুলির টানে সেঁধিয়ে গেলেন স্টলে। তবে, উদ্দেশ্য একটা ছিলই। দীর্ঘদিন কলকাতায় থাকার সুবাদে কার্যত বাঙালি হয়ে যাওয়া এই মানুষজন আব্দার জুড়লেন গান শোনানোর। আপত্তি করেননি তিনি। তবে দাঁড়িয়ে গান আর শোনা হল না। ততক্ষণে নেমে গিয়েছে তুমুল বৃষ্টি। শ’য়ে শ’য়ে মানুষ এসে আশ্রয় নিলেন স্টলের পিছনে লম্বা শামিয়ানার নীচে। বৃষ্টি একটু কমতেই ফের দীর্ঘ হল লাইন। একেকজন একাধিকবার লাইনে দাঁড়ালেন। চিনতে পারলেও হাসিমুখে তাঁদের হাতে প্লেট তুলে দিলেন পাগড়ি পরা মানুষরা।
একটি স্টলেই কাজ করছিলেন যশবীর সিং। তিনি বলেন, ‘মানুষকে খাইয়েই তো আনন্দ। কতজনের কাছে আর আমরা পৌঁছতে পারছি! তেলের ট্যাঙ্কার নিয়ে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যাই। দেখি, কত মানুষ একটু খাবারের জন্য হাপিত্যেশ করেন। এখন মানুষ বিনামূল্যে চাল-গম পান। তাই সেই ছবি এখন অনেকটাই পাল্টেছে।’ 
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা