রাজ্য

মমতার জনকল্যাণমূলক প্রকল্পই দিল ডিভিডেন্ড, ভোটে বাজিমাত তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে হিংসার ঘটনা। এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনের ময়দানে নেমেছিল রাজ্যের বিরোধী শিবির। অন্যদিকে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মানুষের দুয়ারে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের বৃহত্তম প্রকল্প হয়ে উঠেছিল নির্বাচনের বড় হাতিয়ার। আর মমতার এইসমস্ত জনকল্যাণমূলক প্রকল্পই পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যের শাসক দলের তুরুপের তাস হয়ে উঠল বলেই মনে করছেন প্রশাসনিক মহল। বিধানসভা ভোটের মতো এবারও—পাহাড় থেকে জঙ্গলমহল, যা সব জায়গাতেই ডিভিডেন্ড জোগাল তৃণমূলকে। 
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল রাজ্যের আমলা মহলে। সকাল থেকেই সকলের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। বেলা বাড়তেই পরিষ্কার হয়ে গেল, গ্রাম বাংলার লড়াইয়ের চিত্রটা। এই ফলাফলের কারণ জানতে চাওয়া হলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আমলা বলেন, ‘আসলে মানুষ নিজের জন্য কী পাচ্ছেন, সেটাই বড় কথা। রাজ্যের গ্রামীণ এলাকার একটি পরিবার কী কী পাচ্ছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বাড়ির ছেলেমেয়েরা সাইকেল, ট্যাব ইত্যাদি পাচ্ছে। কৃষক পরিবার হলে ‘কৃষকবন্ধু’ পাচ্ছে। তার পাশাপাশি স্বাস্থ্যসাথী ইত্যাদি তো রয়েইছে। তাহলে কেন অন্যকাউকে ভোট দেবেন, যদি না ব্যক্তিগত কোনও কারণ থেকে থাকে?’
আর এক আমলা মনে করছেন, বিরোধীদের শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুটিকে তৃণমূল স্তরে মানুষ খুব একটা আমল দেননি। কারণ, এই ইস্যুটিকে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কাছে তুলে ধরার ‘মেকানিজম’ ছিল না বিরোধী শিবিরের। ফলে টেলিভিশনের পর্দাতেই এই ইস্যুটি সীমাবদ্ধ রয়ে গিয়েছে।  সেই জায়গায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি জনসভার বক্তৃতায় অনেকটা সময় ধরে তুলে ধরেছেন তাঁর চালু করা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির কথা। টেলিভিশন ইন্টারভিউতেও তার ব্যতিক্রম হয়নি। একইভাবে দু’মাস ধরে জনসংযোগ যাত্রায় প্রতিটি জেলায় গিয়ে এই সমস্ত প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই কথা জানিয়ে রাজ্যের এক পদস্থ কর্তা জানান, শাসক দলের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে প্রচারকে টেক্কা দিতে রাজ্য বিজেপির নেতারাও লক্ষ্মীর ভাণ্ডারের অর্থমূল্য বৃদ্ধির আশ্বাস দিতে বাধ্য হন। একসময় এরাই তৃণমূল সরকারের এই প্রকল্পকে ‘দান খয়রাতির রাজনীতি’ বলে কটাক্ষ করেছিল। আর এখন তারাই ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাতামাতি শুরু করেছে। ‘মনে হয়, হঠাৎ করে দেওয়া এই প্রতিশ্রুতি বিজেপির জন্য ব্যুমেরাং হয়ে গিয়েছে। বিশ্বাস অর্জনের জায়গায়, এর ফলে কিছুটা হলেও আস্থা হারিয়েছে গেরুয়া শিবির, তিনি বলেন। 
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা