রাজ্য

ফের জেল হেফাজতে 
কুন্তল-তাপস-নীলাদ্রি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। ধৃত তিনজনের আইনজীবীই জামিনের আবেদন করেন। এদিনও বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। যদিও সবপক্ষের সওয়াল শুনে বিচারক তিন ব্যক্তিকেই ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। 
এদিন কুন্তলের আইনজীবী শেখ মেহেদি নওয়াজ বলেন, সিবিআইয়ের এফআইআরে প্রাথমিক পর্ষদের ‘অজ্ঞাত’ কর্মীদের কথা বলা আছে। সেই কর্মীরা কোথায়? তাঁরা কি ভূত? এখনও তাঁদের হাজির করা হল না কেন?
এই প্রশ্ন শুনেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে বিচারক জিজ্ঞেস করেন, সরকারি আধিকারিকরা নেই কেন? কথা বলছি বললে হবে না।
নীলাদ্রির পক্ষেও ওই আইনজীবী বলেন, সিবিআই বলছে, কুন্তল ও তাপসের মধ্যস্থতাকারী হিসেবে নীলাদ্রি কাজ করেছেন। এছাড়া আর কিছুই নেই। কেন তাঁকে জেলে রাখা হবে?
তাপসের আইনজীবী তাঁর জামিন চেয়ে বলেন, সিবিআই বলছে, তাপস টাকা সংগ্রহ করে কুন্তল ও রাজনৈতিক ব্যক্তিদের দিয়েছেন। কোথাও বলা হচ্ছে না, তিনি চাকরির ব্যবস্থা করেছেন।
সিবিআইয়ের আইনজীবী তাঁদের জামিনের বিরোধিতা করে বলেন, এক অভিযুক্তের কাছ থেকে অন্য অভিযুক্তের কাছে টাকা গিয়েছে। এতে আর কারা জড়িত, তা আমরা খোঁজার চেষ্টা করছি। যদিও, আদালতে প্রবেশের সময় কুন্তল বলেন, তদন্তকারী আধিকারিকরা সব খুঁজে বের করবেন। অন্যদিকে, জেল হেফাজতে থাকা আব্দুল খালেক ও শান্তিপ্রসাদ সিনহাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় সিবিআই। এছাড়া শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, মোবাইল, গয়না ও টাকার বিষয়েও শুনানির আবেদন করে সিবিআই। 
21Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা