রাজ্য

দক্ষিণবঙ্গের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা 
শৈত্যপ্রবাহ উত্তর ভারতে,
তাপমাত্রা কমল রাজ্যেও

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী হিমালয় সংলগ্ন এলাকার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হওয়ার পর প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত। দিল্লিতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল রাজস্থানের চুরু (মাইনাস ২.৫ ডিগ্রি)। উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্য তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই প্রবল শীত চলবে বুধবার পর্যন্ত। তাপমাত্রা আরও কমতে পারে। বিহারেও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত আগামী কয়েকদিনে রাজ্যেও তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে  তাপমাত্রা বেশি নামবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। রবিবারের তুলনায় সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা কমেছে। উত্তরবঙ্গে শীতের আমেজ তুলনামূলকভাবে বেশি ছিল। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। সোমবার তা কমে হয়েছে ১৬.২ ডিগ্রি। এটা অবশ্য এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। আশা করছে আবহাওয়া দপ্তর। তবে এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার সম্ভাবনা কম। 
বঙ্গোপসারের উপর উচ্চচাপ বলয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প উপকূল এলাকায় ঢুকেছে। দখিনা বাতাস সক্রিয় থাকায় উত্তুরে হাওয়া থমকে ছিল। সোমবার হাওয়ার অভিমুখের কিছুটা পরিবর্তন হলেও উত্তর ভারতের দিক থেকে শীতল হাওয়ার প্রবেশ শুরু হয়নি। আজ মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ কয়েকদিন পর প্রশমিত হবে। মনে করছেন আবহাওয়াবিদরা। ফের পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আসছে। ঝঞ্ঝা এলেই উত্তুরে ঠান্ডা হাওয়া কমজোরি হয়ে পড়ে। বৃহস্পতিবার থেকে উত্তর ভারতে ফের শীতের মাত্রা কমবে। তাদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা তখন ৪-৬ ডিগ্রি বাড়বে। এই পরিস্থিতিতে রাজ্যেও শীত কমতে পারে। 
 
22Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা