কলকাতা

মাঝরাতে চুরি করে
ফেরার পথে বমাল ধৃত

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতে ট্রেনে করে এসেছিল চুরি করতে। ‘অপারেশন’ শেষে ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য স্টেশনের দিকে আসছিল সে। কিন্তু, শেষ রক্ষা হল না। পুলিসের জালে ধরা পড়ল অভিযুক্ত। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজু দাস। বাড়ি নদীয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্পের ৮ নম্বর ওয়ার্ডে। উদ্ধার সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকাও। সোমবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছ’টি বাড়িতে চুরির কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। 
গোপালনগর থানা এলাকায় সম্প্রতি ১০টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ নিয়ে যথেষ্ট চাপে ছিল পুলিস। চুরি ঠেকাতে ও চোর ধরতে এলাকায় কড়া পাহারা বসিয়েছিল তারা। তারপরও পুলিসের চোখে ধুলো দিয়ে রবিবার রাতে তিনটে বাড়িতে চুরি করতে ঢোকে রাজু। আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিস। উদ্ধার হয় চুরি করার সামগ্রী ও সোনা-রুপোর গয়না। সোমবার সাংবাদিক বৈঠক করে বনগাঁ পুলিস জেলার অতিরিক্ত সুপার সজলকান্তি বিশ্বাস বলেন, এদিন রাতে আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় রাজুকে গ্রেপ্তার করা হয়। সে স্টেশনের কাছেই একটি বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা করছিল। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না, নগদ সাড়ে ১৩ হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। রাজু জেরায় গোপালনগর এলাকায় অন্যান্য বাড়িতে চুরির কথাও স্বীকার করেছে।
18Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা