কলকাতা

শুরু আন্তর্জাতিক গোঁসাই পরব,
আরামবাগ শহরজুড়ে শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুণ্যভূমি আরামবাগে শুরু হল আন্তর্জাতিক গোঁসাই পরব। বৃহস্পতিবার শোভাযাত্রায় বাউল ফকিরদের সঙ্গে পথ হাঁটলেন শহরের বহু মানুষ। খোল, করতাল ও একতারার সুর মিশল শহরের আকাশে বাতাসে। প্রদীপ জ্বালিয়ে ও  মানবপ্রেমের বার্তা দিয়ে উৎসবের সূচনা হল। যা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
গোঁসাই পরব, সহজ হতে চাওয়া মানুষের উৎসব। এই উৎসবে আরামবাগে ছুটে এসেছেন দেশ বিদেশের বাউল ফকিররা। এদিন মঙ্গল শোভাযাত্রা দিয়ে উৎসবের সূচনা হয়। বিকেল সাড়ে ৩টে নাগাদ বাসুদেবপুর মোড় থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা ফেরে গোঁসাই পরবের মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠান সূচনা মঞ্চে উপস্থিত ছিলেন বাউল শিল্পী অনন্ত গোঁসাই, গামছা বাবা, ব্রজগোপাল গোস্বামী, ফকির নুর আলম, সাধক কবি সাধন বারিক সহ শহরের বিশিষ্ট মানুষজন। গত তিনবছর ধরে গোঁসাই পরব আরামবাগবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তৈরি হয়েছে উৎসাহ উন্মাদনা। মেলার মানবমঞ্চে এদিন ‘গোঁসাই কথা’ নামে একটি বইয়ের উদ্বোধন হয়। সাধন দাস বৈরাগ্যর ‘যে জন নিজের প্রেমে নিজেই মজেছে’, মাকি কাজুমির সাক্ষাৎকার ‘মন চলো যাই এমন এক দেশে’, পিয়াস ফকিরের ‘আজাহার ফকির-মনসুর ফকির পরম্পরা’ মতো রচনা এই গ্ৰন্থে সঙ্কলিত হয়েছে। যে বই পাঠকদের সন্ধান দেবে সহজ মানুষের জীবন সাধনার কথা। নদীয়ার করিমপুরের বাসিন্দা ফকির নুর আলম বলেন, মনের মানুষের সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই। তার টানেই আরামবাগে ছুটে এসেছি। আমরা সহজ সাধনার কথা বলি। এখানেও গানে বলব, ‘যদি মানুষ হতে চাও, সরল দেশে যাও।’ 
প্রথম দিন থেকেই উৎসব প্রাঙ্গণে শহরের বাসিন্দারা ভিড় জমান। এখানে বাড়তি পাওনা হিসেবে বাংলার ১৯টি জেলার হস্তজাত লোকশিল্পের সম্ভার থাকছে। গোঁসাই পরব এনে দিয়েছে মাটির গন্ধমাখা গানের সঙ্গে মাটির কাছাকাছি থাকা মানুষের হাতের তৈরি জিনিস। বাঁকুড়ার টেরাকোটা, বালুচরি, বীরভূমের কাঁথাস্টিচ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক, মালদহের বাঁশের কাজ, দক্ষিণ ২৪ পরগনার পাটের কাজ, গয়না, নদীয়ার মাটির পুতুল, পূর্ব বর্ধমানের কাঠেরপুতুল, পুরুলিয়ার ছৌ মুখোশ এখান থেকেই পাওয়া যাবে। আরামবাগ শহরের বাসিন্দা সাধক কবি সাধন বারিক বলেন, দেশ বিদেশের বাউল ফকিররা আমাদের এই পুণ্যভূমিতে আসবেন। মানবপ্রেমের গানে মানুষের বন্ধনকে আরও দৃঢ় করবেন।  নিজস্ব চিত্র
21Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা