জিওমেট্রিক্যাল সার্ভের জন্য আজ, রবিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত, ছ’ঘণ্টা বিদ্যাসাগর সেতুর দুই লেনেই সবরকম যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে বিদ্যাসাগর সেতু হয়ে কলকাতায় যাতায়াতকারী সমস্ত যানবাহনকে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ হয়ে চলাচল করতে হবে। ফলে সকালের দিকে যারা বিদ্যাসাগর সেতু হয়ে শালিমার বা সাঁতরাগাছি স্টেশন যাওয়ার কথা রয়েছে, তাঁদের হাতে বাড়তি সময় নিয়ে পথে নামতে হবে। তেমনই, বিদ্যাসাগর সেতু হয়ে যাঁদের দমদমে এসে বিমান ধরার কথা রয়েছে, তাঁদের বিকল্প পথে যেতে হবে। ফলে বাড়তি সময় নিয়ে পথে নামলেই ভালো। মূলত, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এই সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে এইচ আর বি সি সংস্থা। কলকাতা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
2022-02-13 08:31:57এক জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু। আগামী কাল হাওড়ার বি গার্ডেন থেকে বিশেষ ক্রুজে (গঙ্গা বিহার) করে বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের। এদের মধ্যে রিচার্ড কার্ল ম্যাক্স (৯১) নামে এক পর্যটককে আজ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আনা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
2024-11-26 22:42:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৪৩ টাকা | ৮৫.১৭ টাকা |
পাউন্ড | ১০৪.১৯ টাকা | ১০৭.৯০ টাকা |
ইউরো | ৮৬.৭৫ টাকা | ৯০.১০ টাকা |