বন্ধন ব্যাঙ্কের এক কর্মীর কাছ থেকে ৪৭ হাজার ২০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোয়ালমারি এলাকায়। বন্ধনের শান্তিনগড় শাখার রিলেশনশিপ অফিসার (আরও) উত্তমকুমার দাস কয়েকটি গ্রাম থেকে কিস্তির টাকা সংগ্রহ করে শান্তিনগড়ের দিকে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গোয়ালমারি এলাকায় একটি বাইকে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড় করায়। এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। দুষ্কৃতীরা সকলেই হেলমেট পড়ে ছিল বলে দাবি করেছেন উত্তম কুমার দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
2024-11-21 12:24:00রাজ্য জুড়ে ট্যাবের টাকা গায়েব নিয়ে জোরকদমে চলছে তদন্ত। ঘটনায় এই প্রথম বিহারের এক প্রতারককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতর নাম রবিন প্রসাদ সিং। তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিস। প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা রবিন।
2024-11-21 12:20:58ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৮ টাকা | ৮৫.৩২ টাকা |
পাউন্ড | ১০৫.২৭ টাকা | ১০৯.০০ টাকা |
ইউরো | ৮৭.৮২ টাকা | ৯১.১৯ টাকা |