টাকা ছিনতাই হয়ে গিয়েছে। জলপাইগুড়ির বানারহাট থানায় এমনটাই অভিযোগ দায়ের করলেন যুবক। সেইমত তদন্তে নামল পুলিস। কিন্তু তদন্তে নামতেই সত্যিটা সামনে চলে আসে। জানা গেল এটি পুরোটাই সাজানো। ছিনতাইয়ের মিথ্যা গল্প ফেঁদে এখন পুলিসের জালেই ধরা পড়ে গেল অভিযোগকারী। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানান, ধারের টাকা শোধ করতে না পেরে ‘ছিনতাইয়ের’ গল্প ফেঁদেছিল বানারহাট থানা এলাকারই বাসিন্দা সমীর সরকার। সেইমত অভিযোগও দায়ের হয় বানারহাট থানায়। এমনকী এই কাজের জন্য জলপাইগুড়ি থেকে এক বন্ধুকেও টাকার বিনিময়ে ‘ভাড়া’ করে নিয়ে আসেন তিনি। তবে শেষরক্ষা হল না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই গোটা বিষয়টা ধরে ফেলল পুলিস। গোটাটাই যে সাজানো, সেটা বুঝে যেতেই অভিযোগকারীকে জেরা করা হয়। আর তাতেই সব সত্যি স্বীকার করে নেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি যে বন্ধুকে ‘দুষ্কৃতী’ সাজিয়ে ঘটনার প্লট সাজানো হয়েছিল, আজ, বুধবার সন্ধ্যায় তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার।
2024-11-20 23:00:49সাতসকালে নিউটাউনের আনন্দপল্লি এলাকায় পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
2024-11-21 11:44:20ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৮ টাকা | ৮৫.৩২ টাকা |
পাউন্ড | ১০৫.২৭ টাকা | ১০৯.০০ টাকা |
ইউরো | ৮৭.৮২ টাকা | ৯১.১৯ টাকা |