অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিতে দিশাহারা হতে পারেন। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। ব্যবসা ভালো হবে। ... বিশদ
‘কুলের আচার’, ‘চেঙ্গিস’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভস্মিতা। কিন্তু মুখ্য চরিত্র এই প্রথম। তাঁর কথায়, ‘এই ছবিটার শ্যুটিং হয়েছিল প্রায় তিন বছর আগে। পরিচালক দৃশ্যগুলো নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু টেকনিক্যাল কিছু না বুঝে যেমন আমার মনে হয়েছিল, তেমন করেছিলাম।’
অভিনয় এখন শুভস্মিতার কাছে নিত্যদিনের চর্চার বিষয়। এই ছবির অফার এখন এলে কি ভালো হতো? অভিনেত্রী বললেন, ‘প্রথমত, যদি এখন শ্যুটিং হতো, আমি হয়তো আরও ভালো করতে পারতাম। কারণ এখন আমি আরও পরিণত। আর দ্বিতীয়ত, তখন যে ইনোসেন্স ছিল, সেটা আজ ফুটিয়ে তুলতে পারতাম না। ফলে তখন যে কাজটা করেছি তাতে আফসোস না করে এনজয় করাই ভালো।’
টেলিভিশনে টিআরপি-র চাপ সব শিল্পীর উপরই থাকে। সেটা কীভাবে সামলান? শুভস্মিতার উত্তর, ‘নিজের কাজ ফিরে দেখলে পরিবর্তটা বুঝতে পারি। টিআরপি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভালো অভিনেতা কি না, তার সঙ্গে টিআরপি-র কোনও সম্পর্ক নেই।’