Bartaman Patrika
কলকাতা
 

দু’মাস জলমগ্ন গাইঘাটা ব্লকের রাস্তায় বাসের সঙ্গেই চলছে নৌকা, ত্রাণ শিবিরেই বহু মানুষ

সংবাদদাতা, বনগাঁ: জল যন্ত্রণা পিছু ছাড়ছে না গাইঘাটা, বনগাঁ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। প্রায় দু’মাস ধরে জলবন্দি তাঁরা। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এমনকি দুর্গাপুজোর সময়ও বাড়ির বাইরে কাটাতে হয়েছেন তাঁরা। এখন অল্প অল্প করে জল নামতে শুরু করেছে। তারই মধ্যে ঘূর্ণিঝড় চলে আসায় ফের বৃষ্টি। আবার কপালে চিন্তার ভাঁজ জলবন্দি মানুষগুলির। দুর্গাপুজোয় হয়নি এবার কালীপুজোতে ফেরা যাবে না নিজের বাড়ি। সবমিলিয়ে চরম সমস্যায় তাঁরা। এর পাশাপাশি জলের তলায় চলে গিয়েছে চাষের জমি। ফলে একপ্রকার কর্মহীন হয়েই দিন কাটছে কৃষকদের। আধবেলা বা একবেলা খেয়ে কাটাচ্ছেন কোনওরকমে। বনগাঁ মহকুমায় সবথেকে খারাপ অবস্থা গাইঘাটা ব্লকের। এখানকার প্রায় ছ’টি পঞ্চায়েত এলাকা জলমগ্ন। হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরের আশ্রয়ে। রাস্তাঘাটও জলে ডুবে। জলের মধ্য দিয়ে কোনওরকমে চলছে বাস। নৌকাও চলছে। ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ।
গাইঘাটা ব্লকের শসাডাঙা, ঝাউডাঙা, সুটিয়া, সিঙেরডাঙা, মানিকহীরা, আংড়াইল প্রভৃতি এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। সিঙেরডাঙা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন দাস বলেন, ‘প্রায় দেড় মাস ধরে বাড়িতে হাঁটু সমান জল জমে রয়েছে। স্থানীয় একটি ক্লাবে আশ্রয় নিয়েছি। পঞ্চায়েত একটা ত্রিপল দিয়েই দায় সেরেছে। কাজ না থাকায় প্রায় না খেয়ে দিন কাটছে।’ বাড়ি থেকে কবে জমা জল সরবে জানেন না এখানকার বাসিন্দারা। রামনগর পঞ্চায়েতের এক বাসিন্দা বলেন, ‘পুজোর আগে থেকে বাড়িতে জল। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছি। জল কিছুটা কমতে শুরু করেছিল। এরই মধ্যে নতুন করে বৃষ্টিতে বাড়ি ফেরা ফের অনিশ্চিত হয়ে গেল। মাঠঘাট, রাস্তা সব জলের তলায়।’ বাসিন্দাদের বক্তব্য, ‘রাস্তায় জল জমে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস বা অন্যান্য যানবাহন। একই রাস্তায় চলছে নৌকা। ঝাউডাঙা-বনগাঁ সড়কের পাবনাপাড়ায় রাস্তায় জল থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।’ বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড এখনও জলমগ্ন। ঢাকাপাড়া, নয়াগোপালগঞ্জ সহ বেশ কিছু এলাকায় জল জমে থাকায় প্রবল সমস্যায় বাসিন্দারা। জল সামান্য কমছিল। কিন্তু নতুন করে বৃষ্টিতে আবারও জলমগ্ন হওয়ার আশঙ্কায় ফের আতঙ্ক বাসিন্দাদের।

কালীপুজোয় যান চলাচল নিয়ন্ত্রণ, কেমন থাকবে রাস্তার হাল?

কালীপুজোকে কেন্দ্র করে আগে থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হল কলকাতায়। আজ, শনিবার কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভর্মা একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন।
বিশদ

শুনশান মেট্রো-রেল স্টেশন,  ‘ডানা’র কোপে ঘরবন্দি শহর

বৃষ্টিভেজা শহরে যেন কর্মনাশা বন্‌ধের চিত্র। কিংবা মনে হতে পারে, শুক্রবার ছিল জনতা কার্ফু। ‘ডানা’র ঝাপটা খাবার ভয়ে খুব প্রয়োজন না থাকলে শহরের নাগরিকরা বাড়ির দুয়ার খুললেন না। রেল স্টেশন বা মেট্রো, শপিং মল থেকে হাসপাতাল—সব শুনশান। বিশদ

‘রেকর্ড বৃষ্টি,’ ভাসল কলকাতা

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর তুমুল বৃষ্টি। যার জেরে কলকাতার বিভিন্ন অংশ জলমগ্ন। এমনকি জল ঢোকে এসএসকেএম, চিত্তরঞ্জন মেডিকেল কলেজের মতো একাধিক হাসপাতালের ভিতরও। বেলা দু’টো পর্যন্ত বৃষ্টি হয়। বিশদ

লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি শুক্রবার দিনভর বন্ধ ফেরি পরিষেবা

ঘূর্ণিঝড় ডানা’র আশঙ্কায় দু’দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল অধিকাংশ ফেরি পরিষেবা। যদিও ঝড় সেভাবে আসেনি। তবে বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক নয়। সে কারণে পরিষেবা বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশদ

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার একাধিক, ওয়ার্ড, জমা জলে পড়ে মৃত্যু পুরকর্মীর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও ভোররাত থেকে শুরু হওয়া একনাগাড়ে বৃষ্টিতে হাওড়া পুরসভা এলাকার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে উত্তর হাওড়ার নিচু ওয়ার্ডগুলিতে কার্যত এক হাঁটুর উপরে জল দাঁড়িয়ে গিয়েছে। বিশদ

দিনভর ভোগান্তি বালিগঞ্জ-এক্সাইড সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে

‘জল ফেলবে কোথায়? উল্টে খালের জল তো ওভার ফ্লো (উপচে পড়ছে) করছে।’ শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ ফোনের ওপারে থাকা এক ব্যক্তিকে এ কথা বললেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক আধিকারিক বিশদ

বারাকপুরে বহু এলাকা জলমগ্ন

ঝড়ের প্রভাব না থাকলেও প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বারাকপুর শিল্পাঞ্চলের বহু জায়গা। বিশেষ করে বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এস এন ব্যানার্জি রোডে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। বিশদ

দুর্যোগেও অব্যাহত চিকিৎসা, ল্যান্ডফলের দিনই দক্ষিণ ২৪ পরগনায় ভূমিষ্ঠ ২০০

ডানার ল্যান্ডফল নিয়ে সবাই তখন উৎকণ্ঠায়। প্রবল ঝড়বৃষ্টিতে কি জানি কি বিপত্তি ঘটে ভেবে উদ্বিগ্ন। সেই আবহেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলে নির্বিঘ্নে ভূমিষ্ঠ হল ২০০ শিশু। ঝড়বৃষ্টির সময়ও স্বাস্থ্যকেন্দ্রগুলি নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রেখেছিল। বিশদ

ভাসছে গোটা উত্তর শহরতলি, বি টি রোডেও হাঁটু সমান জল

টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকা। বি টি রোডে বারাকপুরগামী লেনের বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ায় তীব্র বিপত্তি তৈরি হয়। বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হয়েছেন। বিশদ

অবিরাম বৃষ্টি, কালীপুজো উদ্যোক্তাদের মাথায় হাত

ঘূর্ণিঝড়ের কারণে টানা বৃষ্টি। আর মাথায় হাত বারাসত ও মধ্যমগ্রাম-বারাকপুরের কালীপুজো উদ্যোক্তাদের। এসব জায়াগায় লক্ষাধিক টাকার প্যান্ডেল তৈরি চলছে। বর্ষণের কারণে সময়মতো কাজ শেষ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশদ

যথাসময়ে মণ্ডপে কালী প্রতিমা পৌঁছানো নিয়ে উদ্বেগে কুমোরটুলি

লাগাতার বৃষ্টি। ফল ভুগতে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের। কালী প্রতিমা তৈরিতে বারাবার বিঘ্ন ঘটছে। তাই উদ্যোক্তাদের কাছে প্রতিমা পৌঁছতে কিছুটা দেরি হবে বলেই মনে করছেন শিল্পীরা। মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, যেভাবে বৃষ্টি পড়ছে, তাতে প্রতিমা তৈরি করতে আমাদের সমস্যা হচ্ছে। বিশদ

ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু বাধ সাধছেন মা,  প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধেই এবার হাইকোর্টের দ্বারস্থ বাবা

ইঞ্জিনিয়ার হতে চায় ছেলে। প্রাপ্তবয়স্ক ছেলের সেই ইচ্ছেতে বাধ সাধছেন মা! অভিযোগ, তাঁকে কলেজে যেতে দেওয়া হচ্ছে না। মা ঘরে তালা দিয়ে রেখেছেন। এমনকী তাঁকে মানসিক নির্যাতনও করা হচ্ছে। এই অবস্থা থেকে ছেলের মুক্তির দাবিতে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন বাবা।  বিশদ

রাস্তা সংস্কারে কোপ ‘ডানার’, ভিআইপি রোডে জল-দুর্ভোগ

দুর্গাপুজোকে সামনে রেখে সল্টলেক সহ গোটা বিধাননগরে শুরু হয়েছিল রাস্তা সংস্কারের কাজ। লক্ষ্য ছিল, দীপাবলির আগেই সিংহভাগ রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার কাজ শেষ করার। কিন্তু, ঘূর্ণিঝড় ডানার কোপে থমকে গেল সেই সংস্কারের কাজ। বিশদ

সকাল ৯টার আগেই চালু বিমান পরিষেবা

‘ডানা’র কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব না পড়ায় শুক্রবার সকাল ৯টার আগেই বিমান পরিষেবা চালু হয়ে যায়। বিশদ

Pages: 12345

একনজরে
এসে গেল বাজাজ অটোর নতুন পালসার বাইক। পালসার এন সিরিজের নতুন সংযোজন ১২৫ সিসির এন১২৫। ট্রেন্ডি গ্রাফিক্স, স্টাইলিশ এই বাইকের দাম শুরু হচ্ছে ৯৪ হাজার টাকা থেকে ...

মাদক মামালায় এবার বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাদক মামলার ক্ষেত্রে ১৮০ দিনের মধ্যে চার্জশিট পেশ করলে অভিযুক্ত আর জামিন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। এটাই আইন। ...

সালিশি সভায় যুবককে মারধরে ‘ইন্ধন’ জুগিয়েছিলেন তাঁরই স্ত্রী। অভিযোগ, সামনে দাঁড়িয়ে থেকেও প্রতিবাদ করেননি। উল্টো সুর মিলিয়েছিলেন অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে। সালিশি সভায় মারধরের ‘অপমানে’ একদিন পরেই আত্মহত্যা করেন ওই যুবক। ...

সিম-সুইংয়ে কুপোকাত। আবার স্পিনেও কাঁপুনি! উইলিয়ামসনহীন নিউজিল্যান্ড চোখে আঙুল দিয়ে দেখাল ভারতের মহাতারকাদের দুর্দশা। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে পেসার উইলিয়াম ও’রৌরকির সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল টিম ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৮৬৩:  ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়
 ১৮৭৩: শের-ই-বাংলা ফজলুল হকের জন্ম
১৮৭৯: রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কির জন্ম
১৮৮১: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম
১৮৯০: ভাষাচার্য তথা বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম
১৯১৭: বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেনের মৃত্যু
১৯২৭: গোয়েন্দা কাহিনীকার শ্রীস্বপন কুমার, জ্যোতিষী শ্রীভৃগু ও ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডের জন্ম
১৯৩৪: মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯৩৭: সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের জন্ম
১৯৪৭: জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে সায় দিলেন সেখানকার মহারাজারা
১৯৫০: মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন
১৯৬৪: পশ্চিম অস্ট্রেলিয়ায় শেষ মৃত্যুদণ্ড কার্যকর হল এরিক এডগার কুকের
১৯৭৪: অভিনেত্রী রবিনা ট্যান্ডনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.১৯ টাকা ১১০.৯৬ টাকা
ইউরো ৮৯.৩৫ টাকা ৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৬,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি------------------------------------------------------------ -                                           

দৃকসিদ্ধ: ৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। দশমী ৫৯/১৫ শেষরাত্রি ৫/২৪। অশ্লেষা নক্ষত্র ১০/১০ দিবা ৯/৪৬। সূর্যোদয় ৫/৪১/৪৩, সূর্যাস্ত ৪/৫৯/৩৫। অমৃতযোগ প্রাতঃ ৬/২৬ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৭ গতে ২/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৯ গতে ৩/১০ মধ্যে। বারবেলা ৭/৬ মধ্যে পুনঃ ১২/৪৫ গতে ২/১০ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি। 
৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। নবমী দিবা ৬/৩৮। অশ্লেষা নক্ষত্র দিবা ১/৩৫। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/০। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২২ গতে ৫/০ মধ্যে এবং রাত্রি ১২/৩৯ গতে ২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৩ গতে ৩/১৫ মধ্যে। কালবেলা ৭/৭ মধ্যে ও ১২/৪৬ গতে ২/১১ মধ্যে ও ৩/৩৬ গতে ৫/০ মধ্যে। কালরাত্রি ৬/৩৬ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৩ মধ্যে। 
২২ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দিল্লির শাহদারা জেলার একটি এটিএম-এ আগুন, ঘটনাস্থলে হাজির দমকল

10:34:00 PM

দোদরা-কাওয়ারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

10:26:00 PM

চিত্রকূটে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

10:05:00 PM

দিল্লির মানুষ কেজরিওয়ালকেই জেতাবে, বিজেপি নার্ভাস কারণ তারা জানে তারা দিল্লিতে জিততে পারবে না, বললেন আপ নেতা সঞ্জয় সিং

09:34:00 PM

আইএসএল: মহামেডানকে ৪-০ গোলে হারাল হায়দরাবাদ

09:29:00 PM

আইএসএল: মহামেডান ০-হায়দরাবাদ ৪ (৮১ মিনিট)

09:12:00 PM