উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
ছবিতে তাতারের চরিত্রে অভিনয় করছে অধিরাজ গঙ্গোপাধ্যায়। অধিরাজ এখন টলিউডে পরিচিত মুখ। এর আগে ‘ছায়াময়’, ‘কাদম্বরী’ এবং ‘ধরাস্নান’ এর মতো ছবিতে অভিনয় করেছে সে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, মনু মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তমাল রায়চৌধুরী প্রমুখ। কলকাতা ছাড়াও শ্যুটিং হয়েছে বোলপুর ও বর্ধমানে।