Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

সুগারের রোগীদের জরুরি ৬ প্রশ্ন ও তার সমাধান

খাওয়াদাওয়া নিয়ে সুগার রোগীদের নানা সমস্যা। আলু কি খাব? চিনি খেলে কতটা? রসগোল্লা পুরো বাদ? এমন নানা দরকারি প্রশ্নের উত্তর দিলেন এসএসকেএম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাঃ প্রদীপ মুখোপাধ্যায়। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।

• সুগার রোগীর জন্য ভাত ভালো না রুটি?
•• ডায়াবেটিস হলেই অনেকে ভাবেন, ভাত খাওয়া বোধহয় একেবারে ছেড়ে দিতে হবে। অথচ ভাত ও রুটিতে ক্যালোরির দিক থেকে বড় কোনও ফারাক নেই।  দু’টিই শর্করা গোত্রের খাবার। তবু কেউ কেউ ভাত বাদ দিতে বলেন কারণ ভাতের গ্লাইসেমিক ইনডেক্স রুটির চেয়ে একটু বেশি। তাই ভাত খেলে রক্তে গ্লুকোজ তাড়াতাড়ি মেশে। তবে পরিমাণ বুঝে ভাত খেলে কোনও ক্ষতি হয় না। ভাত বা রুটি, যা-ই খান না কেন, অল্প পরিমাণে খান। বরং তার বদলে শাকসব্জি, ডিম, মাছ-মাংস খান বেশি করে। খাবার পাতে ডাল, সব্জির পরিমাণ বাড়ান। এমনিতে ভাত একান্ত না ছাড়তে পেরে অনেকেই ভাত- রুটি মিশিয়ে খান। তাতেও অসুবিধা নেই। তবে মিশিয়ে খেলে খাবারে ক্যালোরির পরিমাণ অত বুঝে খাওয়া যায় না।। ফলে ক্যালোরি বেড়ে যায়। তাই মিশিয়ে খেতে বারণ করা হয়। তবে পরিমাণ বুঝে খেলে সমস্যা নেই।
• সুগার মানেই মিষ্টি বাদ?
•• মিষ্টি খেলেই সুগার হয় না। আপনি যা-ই খান, শর্করা, প্রোটিন ও ফ্যাটের বাইরে তো কিছু খেতে পারবেন না। আমাদের প্রাথমিক শক্তি মবলত জোগান দেয় শর্করা জাতীয় খাদ্য। সুগার হলে যে মিষ্টিতে রাশ টানতে বলা হয়, তার কারণ তবে মিষ্টি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে। ওজনও বাড়াতে সাহায্য করে। তাই সুগার হলে মিষ্টির ক্ষেত্রে আঁটসাঁট নিয়ম বেঁধে দেওয়া হয়। এমনকী, যাঁরা প্রি-ডায়াবেটিক, তাঁদেরও মিষ্টি জাতীয় খাবার কম খেতে বলা হয়।
তবে এখানে একটা মজা আছে। অনেকে আছেন, সুগার হয়েছে বলে মিষ্টি থেকে শত হস্ত দূরে থাকেন, একটাও রসগোল্লা-সন্দেশ খাচ্ছেন না। কিন্তু তিনি রোজ চিনি দিয়ে বানানো তরকারি খান, নানা মিষ্টি বিস্কুট, আইসক্রিম, কেক, কোক, কৃত্রিম চিনি মেশানো শরবত বা ফ্রুট জ্যুস খান— এগুলোও কিন্তু চিনির মতোই ক্ষতি করে। ভারতীয় নানা খাবারে মিষ্টির ভাগ এমনিই বেশি। তাই তাই ডায়াবেটিস ধরা পড়লে মিষ্টির পরিমাণ কমাতে বলা হয়। তবে কোনও ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি নিয়ম মেনে প্রতিদিন খাওয়াদাওয়া করেন, তাহলে সপ্তাহে এক দিন একটা রসগোল্লা, অল্প চিনি দিয়ে চা-ও খেতে পারেন। গরমে মাঝেসাঝে এক চাকলা আমও তখন ক্ষতি করবে না। তবে এই ‘মাঝেসাঝে’-কে নিজেরা ‘রোজ’-এর অভ্যাসে পরিণত করে ফেললে মুশকিল। আবার খুব নিয়ম মানি বলে একই দিনে রসগোল্লা, চিনি দিয়ে চা, এক চাকলা আম সব খেয়ে ফেললাম— এমন হলেও বিপদ বাড়বে। তাই মিষ্টি যতটা পারবেন, এড়িয়েই চলুন।
• মিষ্টির মতোই ক্ষতিকর আর কী?
••  ‘মিষ্টির মতো’ নয়, মিষ্টির চেয়েও ক্ষতিকর তেল। ১ গ্রাম গ্লুকোজে ৪ ক্যালোরি থাকলে ১ গ্রাম তেলে আছে ৯ ক্যালোরি। তেলকে বলে হল হিডেন ক্যালোরি। অর্থাৎ ডিপ ফ্রাই হয়তো এড়িয়ে চলছেন, কিন্তু রোজই চানাচুর বা ঝুরিভাজা দিয়ে মুড়ি খাচ্ছেন, বাড়িতে চিপস এলে খাচ্ছেন এগুলো তেকেও শরীরে তেল ঢোকে। তেলেভাজা জিনিস খেলে সুগার হওয়ার ঝুঁকি মিষ্টির চেয়েও অনেক গুণ বেড়ে যায়।
• সারা মাসে কতটুকু তেল তাহলে?
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের জনপ্রতি সারা মাসে তেলের পরিমাণ ৬০০-৭০০ মিলিলিটার বরাদ্দ করুন। এর মধ্যে ঘরের খাবার, নেমন্তন্ন বাড়ি, রেস্তরাঁর খাবার  সব ধরা আছে। বাড়িতে ৭০০ মিলিলিটার পেরচ্ছে না কিন্তু প্রতি সপ্তাহে বাইরে প্রচুর তেল ঝাল খেয়ে এলেন, এতে শরীরে কিন্তু বরাদ্দের বেশি তেল ঢুকল। তাই বাইরে যেদিন খাবেন, তার পরের জু’জিন বাড়িতে হালকা খান। অল্প তেলে মাছ ভাজুন। সম্ভব হলে ব্লটিং পেপারে ভাজা মাছ মুড়ে রাখুন, যতটা সম্ভব তেল বের করা যায় আরকি! আর কোনও কোনও দিন যদি মেনুতে পকোড়া, লুচি এসব থাকে, তাহলেও পরের কয়েকদিন হালকা খান। যেসব খাবার তেলে চুবিয়ে ভাজার বিষয় আছে, সেসব এড়িয়ে চলাই ভালো। একান্ত খেতে হলে পরের দু’দিন হাল্কা খেয়ে তেলের পরিমাণগত ভারসাম্য বজায় রাখতে হবে।
 • আচ্ছা, আলু একদম বাদ?
• একেবারেই আলু বাদ নয়। আবার এটুকু প঩ড়েই অনেক আলু খেয়ে ফেললাম, তাও চলবে না। অনেকে আবার ভাবেন, আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে খেলেই আমি নিরাপদ! এমন কোনও কথা নেই। শর্করা অর্থাৎ আলুর স্টার্চ তাতে চলে যায় না। তাই ওষুধ খেলে ও নিয়ম মানলে মাঝেসাঝে আলু খান। তবে অবশ্যই অল্পস্বল্প খান।  
• চিনি না গুড়, কোনটা ভালো?
•• গুড় একটু মন্দের ভালো আরকি। আসলে দুটোই মিষ্টি। তবে গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স চিনির চেয়ে কম। তাই গুড় খান অনেকে। তবে চিনি বাদ দিয়ে অনেকটা গুড় খেয়ে ফেললে চিনির মতোই ক্ষতি হবে। তাই গুড় খান, তবে অল্প খান। অনেকে আবার সুইটনার, সুগার ফ্রি এসবও খান। এগুলো আবার কৃত্রিম চিনি। এসব দিনের পর দিন খেয়ে গেলে ক্ষতি বেশি। তার চেয়ে অল্প গুড় ব্যবহার করুন। তবে শুধু সুগারের জন্যই চিনি খেতে বারণ করা হয় না। আধুনিক কিছু গবেষণায় দাবি, চিনি থেকে ক্যান্সারেরও ঝুঁকি থাকে। তবে তা নিয়ে নিশ্চিত কোনও ধারণায় বিজ্ঞানী ও চিকিৎসকমহল এখনও পৌঁছননি। তাই সুগার রোগী বাড়িতে থাকলে যে কোনও ধরনের মিষ্টিই কম ব্যবহার করুন।
 
27th  January, 2025
এক ঝলকে

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)-এর তরফে মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হল ৮০ তম অ্যাপিকন ২০২৫।
বিশদ

13th  February, 2025
আগরপাড়ায় আয়ুষ মেলা

আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন তথা উষুমপুর খেলার মাঠে সদ্য অনুষ্ঠিত হল আয়ুষ মেলা। গত ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত চলে এই মেলা। এখানে আয়ুষের সবক’টি বিভাগ— যেমন আয়ুর্বেদ, ইউনানি, যোগ ও ন্যাচেরোপ্যাথি, সিদ্ধা ও হোমিওপ্যাথি সংক্রান্ত নানাবিধ শিবির আয়োজিত হয়।
বিশদ

13th  February, 2025
অঙ্গহানির পর পুনর্গঠন, নয়া দিগন্ত চিকিৎসায়

হাড়ের রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করতে হলে দরকার হয় অস্ত্রোপচারের। যা একজন উচ্চ দক্ষতাসম্পন্ন অর্থোপেডিক সার্জনই করতে পারেন। এখন তো এই অর্থোপেডিক সার্জারি নামটাই ধীরে ধীরে উঠে যাচ্ছে। তার বদলে বলা হচ্ছে অ্যাডাল্ট (বড়দের ক্ষেত্রে) রিকনস্ট্রাকটিভ সার্জারি আর ছোটদের পেডিয়াট্রিক রিকনস্ট্রাকটিভ সার্জারি।
বিশদ

13th  February, 2025
ঘুরে ঘুরে জ্বর আসা, বড় বিপদের লক্ষণ নয় তো?

শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সেভাবে দেখলে শরীরের কোনও নির্দিষ্ট স্বাভাবিক তাপমাত্রা হয় না। বিভিন্ন ক্ষেত্রে তা বদলে যেতে পারে। সাধারণত দিনে ৯৮.৯ এবং রাতে ৯৯.৯ ডিগ্ৰি ফারেনহাইটের বেশি তাপমাত্রা থাকলে তাকে জ্বর বলা হয়। তবে সন্ধেবেলা শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্ৰির উপরে থাকলে সেটা জ্বর নয়। এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই।
বিশদ

06th  February, 2025
চশমা না   ল্যাসিক   সার্জারি—   কোনটা   ভালো?

চশমার কাজ কী?  চশমার দরকার পড়ে কেন? আমাদের চোখ একটা ক্যামেরার মতো। আলোকরশ্মি লেন্স ও কর্নিয়ার মধ্যে দিয়ে রেটিনার উপর ফোকাস করে।
বিশদ

06th  February, 2025
ক্যান্সারজয়ীদের নাট্য কর্মশালা, উদ্যোগে মেডিকা

ক্যান্সারজয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদ্‌যাপন করল মণিপাল গ্ৰুপের মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা, সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায়, মেডিকা হাসপাতলের অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত, অঙ্কোলজি ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডাঃ অভয় কুমার, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ অরুণাভ রায় প্রমুখ।
বিশদ

06th  February, 2025
ডিসানে মিউজিক থেরাপি

বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার চিকিৎসায় মিউজিক থেরাপির সূচনা করে ডিসান হাসপাতাল। কণ্ঠশিল্পী স্বপ্না দে-র নেতৃত্বে ‘ভোরের পাখি’ গোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই থেরাপির সূচনা হয়। 
বিশদ

06th  February, 2025
ডেটা ব্যাঙ্ক তৈরিতে জোর   অ্যাপোলো ক্যান্সার সেন্টারের

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে এক প্রচারাভিযানের আয়োজন করল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি। সহযোগিতায় ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন।
বিশদ

06th  February, 2025
কিডনি ভালো রাখার ১০ টিপস

স্বাস্থ্যবান কিডনির সঙ্গে আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি ওতপ্রোতভাবে জড়িয়ে! অবাক হলেও তথ্যটি ভুল নয়। কীভাবে? অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রসূতিরা কম ওজনের সন্তানের জন্ম দিচ্ছেন। ফলে জন্মের সময় থেকেই সেই সন্তানের কিডনিতে নেফ্রনের সংখ্যা কম থাকে।
  বিশদ

30th  January, 2025
ধৈর্য বাড়াবেন কীভাবে?

‘ধৈর্য’ জন্মগত দক্ষতা নয়। জীবনের পথে চলতে চলতে ধীরে ধীরে অর্জন করতে হয়। এই ধৈর্য বাড়িয়ে তোলারও নানা পদ্ধতি রয়েছে। শিশুবয়স থেকে ধৈর্যের অনুশীলন শুরু করলে, তা-ই পরে বড় চারিত্রিক গুণ হয়ে দাঁড়ায়। বিদেশে নানা খেলার মাধ্যমে ছোটদের ধৈর্য পদ্ধতিগতভাবে বাড়ানো হয়। 
​​​​​​ বিশদ

30th  January, 2025
আরএন টেগোরে কোন বিম সিটি ক্যাথ ল্যাব

মুকুন্দপুর নারায়ণা আরএন টেগোর হাসপাতালে শুরু হল ডুয়াল ইন্টারভেনশনাল রেডিওলজি ক্যাথেটেরাইজেশন ল্যাবরেটরি। নতুন এই ক্যাথল্যাবে থাকবে কোন বিম সিটি ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব সিস্টেম। রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম হওয়ার পাশাপাশি রোগের চিকিত্‍সার ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা।
বিশদ

30th  January, 2025
আকাশপথে রোগী আনবে ডিসান হাসপাতাল

অ্যম্বুল্যান্স নয়, সরাসরি হেলিকপ্টার! রোগী পরিষেবার ক্ষেত্রে চমকপ্রদ এই ভাবনাকে বাস্তবে রূপায়িত করল কলকাতার ডিসান হাসপাতাল! ভারতের প্রথম হাসপাতাল হিসেবে ছাদের উপর হেলিপ্যাড স্থাপনের গৌরব অর্জন করল তারা।
বিশদ

30th  January, 2025
স্টমাক ক্যান্সারের লক্ষণ হতে পারে সাধারণ গ্যাস অম্বলের উপসর্গ! বাজারচলতি ওষুধ খেয়ে চাপা দেবেন না রোগ

স্টমাক ক্যান্সারের লক্ষণ হতে পারে সাধারণ গ্যাস অম্বলের উপসর্গ! বাজারচলতি ওষুধ খেয়ে চাপা দেবেন না রোগ! পরামর্শে পিয়ারলেস হাসপাতালের অঙ্কোসার্জেন ডাঃ পল্লবিকা মণ্ডল।
বিশদ

29th  January, 2025
ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বুঝবেন কীভাবে?

মুখগহ্বরের ক্যান্সার বা ওরাল ক্যান্সার এখন মহামারীর আকার নিয়েছে। ভারতে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তার একটা বৃহত্‍ সংখ্যক রোগীই ওরাল ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার থেকে প্রাণ ছিনিয়ে নেওয়ার দৌড়ে লাং ক্যান্সারের পরেই স্থান রয়েছে ওরাল ক্যান্সারের।
বিশদ

27th  January, 2025
একনজরে
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন বা সার্ক-এর পুনরুজ্জীবনে ভারতকে সক্রিয় হওয়ার অনুরোধ করল বাংলাদেশ। রবিবার ওমানের রাজধানী মাসকটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হয়। ...

আদালতের নির্দেশে গাছ লাগাতে গিয়ে মামলার মুখে পড়েছিলেন রাজ্যের পরিবেশকর্মী সুভাষ দত্ত। দীর্ঘ ২৫ বছর পরে সেই মামলা থেকে মুক্তি পেলেন তিনি।  ...

আলুর অভাবী বিক্রি বন্ধ করতে মাঠে নামল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। চাষিদের কাছ থেকে সুফল বাংলা স্টলে সরাসরি আলু কেনা হচ্ছে। সোমবার ন’কুইন্টাল আলু কেনা হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, এখন পোখরাজ আলু উঠছে। জেলার বিভিন্ন প্রান্ত ...

দিল্লির বুরারি কাণ্ডের ছায়া কর্ণাটকে। ফ্ল্যাট থেকে মিলল একই পরিবারের চার সদস্যের মৃতদেহ! ঘটনাটি মাইসুরুর বিশ্বেশ্বরাইয়া নগরের। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন চেতন (৪৫), তাঁর স্ত্রী রূপালী (৪৩), মা প্রিয়ম্বদা (৬২) ও ছেলে কুশল (১৫)। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১২৯৪:  মোঙ্গল সম্রাট কুবলাই খানের মৃত্যু
১৪৮৬: শ্রী চৈতন্যদেবের জন্ম
১৫৪৬: মার্টিন লুথারের মৃত্যু
১৫৬৪: ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেলেঞ্জেলোর মৃত্যু
১৮৩৬: শ্রীরামকৃষ্ণ পরমহংদেবের জন্ম
১৮৯৪: ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তিত্ব রফি আহমেদ কিদোয়াইয়ের জন্ম
১৯২৭:  বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার মহম্মদ খৈয়াম হাশমির (যিনি খৈয়াম নামেই পরিচিত) মৃত্যু।
১৯৩০: প্লুটো গ্রহ আবিষ্কৃত হয়
১৯৬৭: ইতালির ফুটবলার রবার্তো বাজ্জোর জন্ম
১৯৭৬: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়
১৯৭৭: অভিনেত্রী কাবেরি বসুর মৃত্যু
১৯৯৭:  হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের মৃত্যু 
২০০৭: হরিয়ানায় সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ, মৃত্যু ৬৮ জনের
২০১৬: শাস্ত্রীয় সংগীতশিল্পী তথা পদ্মভূষণ আবদুল রশিদ খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৬ টাকা ৮৭.৬০ টাকা
পাউন্ড ১০৭.৩১ টাকা ১১১.০৭ টাকা
ইউরো ৮৯.৩৪ টাকা ৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৫,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৫,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮১,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৬,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৬,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫। ষষ্ঠী অহোরাত্র। চিত্রা নক্ষত্র ৩/৩৩ দিবা ৭/৩৬। সূর্যোদয় ৬/১০/৩০, সূর্যাস্ত ৫/৩০/৫৪। অমৃতযোগ দিবা ৮/২৫ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। পুনঃ ৩/১৫ গতে ৪/৪৬ মধ্যে। রাত্রি ৬/২২ মধ্যে পুনঃ ৮/৪৫ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ১/৫৭ গতে ৩/৩৮ মধ্যে। বারবেলা ৭/৩৫ গতে ৯/০ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪১ মধ্যে। কালরাত্রি ৭/৬ গতে ৮/৪১ মধ্যে। 
৫ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫। ষষ্ঠী শেষরাত্রি ৪/৫২। স্বাতী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/১৩, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৮/১৩ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/২৯ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/২২ মধ্যে ও ১/৪৮ গতে ৩/২৫ মধ্যে। বারবেলা ৭/৩৮ গতে ৯/২ মধ্যে ও ১/১৬ গতে ২/৪১ মধ্যে। কালরাত্রি ৭/৫ গতে ৮/৪১ মধ্যে।   
১৯ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রকাশ্যে সলমন খানের 'সিকান্দর'-এর প্রথম পোস্টার

12:17:35 AM

রাশিয়া-আমেরিকার বৈঠকের পরেই সৌদি সফর পিছিয়ে দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

11:03:59 PM

খড়্গপুর স্টেশনে আটকে পড়ল একাধিক এক্সপ্রেস ট্রেন
ঝড় বৃষ্টির কারণে ওভারহেড তারে গাছ পড়ে যাওয়ায় বিপত্তি। খড়্গপুর ...বিশদ

10:52:00 PM

ডব্লুপিএল: গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল মুম্বই

10:45:00 PM

কয়লা বোঝাই মালগাড়ির বগিতে আগুন, ঝাড়গ্রামে চাঞ্চল্য
ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়ির বগিতে অগ্নিকাণ্ড। আজ, ...বিশদ

10:43:00 PM

জলপাইগুড়ি কোতোয়ালি থানার গৌরীহাট, গোরাপাড়াসহ একাধিক জায়গায় হানা দিয়ে চোলাই নষ্ট করল আবগারি দপ্তর

09:20:00 PM