Bartaman Patrika
হ য ব র ল
 

মার্কশিট 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবন বিজ্ঞান।

মাধ্যমিকে বেশি নম্বরের জন্য জীবন বিজ্ঞান খুঁটিয়ে পড়তে হবে

পরামর্শে ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা লীনা ভট্টাচার্য। 

জীবন বিজ্ঞানে MCQ বা SAQ প্রশ্নের জন্য জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা এবং বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ—এই তিনটি অধ্যায়ই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে জীবনের প্রবাহমানতা অধ্যায়টি ভালোভাবে না বুঝলে পরবর্তী বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়টি বোঝা অসম্ভব। এগুলোর মধ্যে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়টি নিয়ে একটু বলি।
বংশগতি একটি পদ্ধতি, যার মাধ্যমে জনিতৃজীবের জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। গ্রেগর জোহান মেন্ডেল বেশ কিছু পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে দু’টি সূত্র দেন, যার মাধ্যমে কীভাবে কোনও বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায় তার সহজ ব্যাখ্যা সম্ভব। তাই ওনাকে Father of Genetics বলা হয়।
এরপর মিউটেশন ও প্রকরণ (Variation) কী তাও জানা দরকার। আমরা জানি কোষের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে তার মধ্যে থাকে জিন যারা জীবের কোনও এক বা একাধিক বৈশিষ্ট্য বহন করে। যার মাধ্যমে এক প্রজন্মের বৈশিষ্ট্য গ্যামেট বা রেণু বা জনন এককের মাধ্যমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। কিন্তু আগের অধ্যায় জীবনের প্রবাহমানতাতে যে মিওসিসের তাৎপর্য আমরা পড়েছি তাতে ক্রসিং ওভার বিষয়টি থেকে জানা যায় যে গ্যামেটের অ্যালোজোমগুলির মধ্যে জনিতৃ জীব সদৃশ লক্ষণ অবিকলভাবে থাকে না, তার মিশ্রণ ঘটে বলা ভালো পুনর্বিন্যাস হয়। ফলে পরিবেশের বিভিন্ন শর্তের সাপেক্ষে কোনও জীবের আকার আয়তন, আচরণগত বৈশিষ্ট্যের একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে পার্থক্য বা বৈসাদৃশ্য দেখা যায় সেটাই প্রকরণ। প্রকরণের কারণ হতে পারে মিউটেশান, জীনের পুনঃসংযুক্তি বা ক্রসিং ওভার।
প্রকরণের প্রকারভেদ আছে— অনেকগুলি জিন ও পরিবেশ যখন ধারাবাহিকভাবে কোনও প্রকরণ তৈরি করে যেমন মানুষের উচ্চতা, ত্বকের বর্ণ তা হল ধারাবাহিক আবার বিচ্ছিন্নভাবে জিনের মিউটেশন ঘটে প্রকরণ হলে তা হল বিচ্ছিন্ন প্রকরণ যেমন হেটারোডাকটাইলি (পাঁচের বেশি আঙুল)। মানুষের কানের লতি (যুক্ত/ মুক্ত) কিংবা রোলার/ স্বাভাবিক জিভ সবই প্রকরণের উদাহরণ। জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা হয় তা হল সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স। এখানে কয়েকটি শব্দের ব্যাখ্যা খুব ভালোভাবে বুঝে নিতে হয় যেমন ট্রেইট বা প্রলক্ষণ, জিন, লোকাস, অ্যালিল (খুবই গুরুত্বপূর্ণ), হোমো ও হেটারো জাইগাস, ফিনোটাইপ জিনোটাইপ, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অপত্য ও জনিতৃ জনু, সংকরায়ণ ইত্যাদি।
মেন্ডেলের পরীক্ষায় জনিতৃ নির্বাচন ও সংকরায়ণ সংক্রান্ত কিছু বিশেষ টার্ম বা শব্দ ব্যবহৃত হয়। ইমাসকুলেশান এমন একটি শব্দ যেখানে উভয়লিঙ্গ ফুলের পূর্ণতা প্রাপ্তির আগেই পুংস্তবক কেটে বাদ দেওয়া হয়। কিংবা পুং স্তবককে নিষ্ক্রিয় করা হয়। ইতঃ পরাগযোগের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাভাবিকভাবেই ইমাসকুলেশানে উভয়লিঙ্গ ফুলটি পাত্রী ফুলে পরিণত হয়।
জেনেটিক্সের পরীক্ষায় মেন্ডেল কেন মটর গাছ ব্যবহার করেছিলেন তারও কারণগুলি খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। একই সঙ্গে মটর গাছের বিভিন্ন বিপরীত ধর্মীয় ট্রেইট পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। তার মধ্যে লক্ষণগুলির প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলিকে আলাদাভাবে মনে রাখতে হবে। প্রতিটি পাঠ্যবইতেই একটি ছকের মাধ্যমে তা দেওয়া থাকে। সাত জোড়া (কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, বীজের আকৃতি, বীজপত্রের বর্ণ, ফুলের বর্ণ, ফলের আকৃতি, ফলের বর্ণ) বৈশিষ্ট্যের প্রতিটির একজোড়া অ্যালিলের প্রকার, কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন তা শিখতে হবে। এর থেকে একই সঙ্গে MCQ/ SAQ এবং বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।
এবার আসা যাক মেন্ডেলের পরীক্ষার কথায়। একসংকর জননের (উদ্ভিদ ও প্রাণী) ও দ্বিসংকর জননের পরীক্ষার বর্ণনা প্রতিটি পাঠ্য বইতে সুন্দরভাবে দেওয়া থাকে। এক্ষেত্রে লেখার চেয়েও গুরুত্বপূর্ণ ক্রশটি দেখানো ও চেকারবোর্ড তৈরি। পরীক্ষার্থীরা ওটি প্রায়শই ভুল করে তা হল ক্রশ করার সময় বাম দিকে P (Parental)/ জনিতৃ জনু, G1 (গ্যামেট), F1 (First Filial Generation বা প্রথম অপত্য জনু), G2 (গ্যামৌ), F2 (Second filial generation বা দ্বিতীয় অপত্য জনু)। দ্বিতীয় অপত্য জনু চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে। জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত (এক সংকর জননের ক্ষেত্রে) লেখার ভাষা হবে এরকম
ফিনোটাইপ— লম্বা গাছ : খর্ব গাছ= ৩:১
জিনোটাইপ— বিশুদ্ধ লম্বা গাছ : সংকর লম্বা গাছ : খর্ব গাছ = ১:২:১
এক সংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্র লিখতে বললে অবশ্যই প্রথম সূত্র বলে লিখলে হবে না— লিখতে হবে ‘পৃথকীভবনের সূত্র’ এবং এটি লেখার সময় ‘এক জোড়া বিপরীত বিশিষ্ট যুক্ত জীবের মধ্যে ইতর সংকরায়ণ ঘটালে....’ এইভাবে লিখতে হবে। এখানে উল্লেখ্য ‘প্রকটতার সূত্র’ কিন্তু অনুসিদ্ধান্ত। ওটি সূত্র হিসেবে গণ্য হয় না।
ঠিক একইভাবে দ্বিসংকর জননের পরীক্ষা, পদ্ধতি ও ফলাফল চেকার বোর্ড সহ লিখতে হবে। সেখান থেকে ফিনোটাইপ বার করতে হবে। শব্দছক ব্যবহার করলে লিখতে সুবিধে হবে। চেকার বোর্ডের জন্য আলাদা নম্বর ধার্য থাকে। তাই পরিষ্কার করে স্কেল দিয়ে টেনে ঘর কাটবে। ওপরের ডান দিকের ঘরে চিহ্ন অবশ্যই দেবে। এগুলো লক্ষ করেন পরীক্ষকেরা। দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র বললে ‘স্বাধীন বিন্যাস সূত্র’ উল্লেখ করে লিখতে হবে।
মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রম হিসেবে অসম্পূর্ণ প্রকটতার ব্যাখ্যা ভালো ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরে অবশ্যই প্রকটতার অনুসিদ্ধান্ত উল্লেখ করে, কোথায় প্রথম অপত্য জনুতে উৎপন্ন উদ্ভিদে তার ব্যতিক্রম ঘটল তা ক্রশের সাহায্যেই ব্যাখ্যা করতে হবে। মনে রাখবে এই ক্রশগুলির জন্য আলাদা করে নম্বর ধার্য থাকে। অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ ও জিনোটাইপ একই হয়। সেটা ক্রশ করে বৈশিষ্ট্য (অর্থাৎ লাল : গোলাপি ফুল : সাদা ফুল= ১:২:১) লিখলেই বোঝা যাবে।
এই অধ্যায়ে এরপর আসে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। সেক্ষেত্রে মানুষের স্ত্রী (XX) ও পুরুষ (XY) অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম প্রাপ্ত। তাদের গ্যামেট তৈরির সময় ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা (2n), হ্যাপ্লয়েড (n) হয়। মহিলারা হোমোগ্যামেটিক যেহেতু দুটি গ্যামেটের প্রতিটিই X থাকবে; পুরুষ (XY) হেটারোগ্যামেটিক অর্থাৎ গ্যামেটের একটি X ক্রোমোজোমধারী অন্যটি Y ক্রোমোজোমধারী। হোমো শব্দের অর্থ এক (Same) আর ‘হেটারো’ শব্দের অর্থ আলাদা (Different), মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ কেন? এটি একটি সম্ভাব্য প্রশ্ন। এটিও ক্রশের মাধ্যমে বোঝাতে হবে। সাধারণ পুরুষ গ্যামেটের জিন সজ্জা (22A+X) এবং (22A+Y), মহিলার (22A+X) [A হল অটোজোম। এই ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে ‘XX-XY’ টাইপ বলে।
এই অধ্যায়টি না বুঝে পড়লে বা মুখস্থ করলে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। পড়ার সঙ্গে লেখার অভ্যেস গুরুত্বপূর্ণ। অনেকাংশেই দেখা যায় খাতায় পরীক্ষার্থী যা বলতে চাইছে, সেটা লিখিত আকারে বোঝাতে পারছে না। তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে এ বিষয়ে বিশেষ ধ্যান দিতে হবে।
21st  February, 2021
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে এখনও অনেকের স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কী এই সময় কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘরে শুধু তোমাদের জন্যই দুটি লোভনীয় রেসিপি দিয়েছেন দ্য গ্রেট গ্যাসট্রো রেস্তরাঁ-এর কনসালট্যান্ট শেফ ইন্দ্রনীল ঘোষ। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। 
বিশদ

28th  February, 2021
ওয়্যারড ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড 

পৃথিবী সত্যিই এক অদ্ভুত জায়গা। সেই সঙ্গে প্রকৃতিও বেশ বিস্ময়কর। এমন অনেক অদ্ভুত প্রাণীর অস্তিত্ব রয়েছে এই ব্রহ্মাণ্ডে যার সবটাই আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আবার কখনও কখনও এমন অনেক আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা ঘটে, যা আমাদের বেশ ভাবিয়ে তোলে। সোনি বিবিসি আর্থ-এর শো ওয়্যারড ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড-এ এরকমই অনেক কিছু প্রাণী ও ঘটনা সম্পর্কে জানা যাবে। আশা করি ওয়্যারড ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড শোটি দেখে তোমাদের বেশ ভালো লাগবে। 
বিশদ

28th  February, 2021
ম্যাজিকে লেখাপড়া 

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার ইংরেজি। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।  
বিশদ

28th  February, 2021
কালবোশেখির ঝড়
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় 

তারকেশ্বর স্টেশন ছাড়িয়ে এখন বেশ ক’বছর ধরেই ট্রেন যাচ্ছে আরামবাগে, আরামবাগ ছাড়িয়ে গোঘাট। গোঘাট পেরিয়ে শিগগিরি যাবে বিষ্ণুপুরে। লাইন পাতার কাজও শেষের দিকে। বাকি কাজ শেষ হলে, গ্রিন সিগন্যাল পেলেই রেলগাড়ি ঝমাঝম, না, পা পিছলে আলুর দম নয়, হাওড়া থেকে ছেড়ে স্টেশনের পর স্টেশন পেরিয়ে শেষে পৌঁছবে বিষ্ণুপুর। পুকুরপাড়ে বসে বসে সৈকত এসবই ভাবছিল।  
বিশদ

28th  February, 2021
পৃথিবীর বিস্ময়কর
কয়েকটি প্রাণী 

পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী হিসেবে ছোট ছোট কীট পতঙ্গও বেশ জনপ্রিয়। বিশ্বে যত প্রকারের প্রাণী আছে তার থেকে অনেক বেশি প্রজাতির কীট পতঙ্গ দেখতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, এরা এতটাই ছোট যে বেশিরভাগ সময় আমরা ওদের বৈচিত্র্যপূর্ণ জীবনযাপনকে চাক্ষুষ করার সুযোগ পাই না।  
বিশদ

21st  February, 2021
পৃথিবীর কাছে মহাকাশে ঝুলন্ত শহর! 

একদিনের ছুটিতে স্পেস ট্যাক্সিতে চেপে চট করে ঘুরে এলে পৃথিবীর কাছেই স্পেস সিলিন্ডারে তোমার মামাবাড়ি থেকে...। ভবিষ্যতে কিন্তু এরকম হতেই পারে। জানাচ্ছেন সুপ্রিয় নায়েক। 
বিশদ

21st  February, 2021
ভালোবাসার জোয়ার

১৯৯৭ সাল থেকে সমাজের বিভিন্ন স্তরে পিছিয়ে পড়া ও অনাথ শিশুদের নিয়ে অক্লান্তভাবে কাজ করে চলেছে ‘সম্পর্ক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার ‘সম্পর্ক’র সঙ্গে যুক্ত হয়েছে আর একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘উজান’। বিশদ

14th  February, 2021
চারণকবি মুকুন্দ দাসের ছেলেবেলা

চারণকবি মুকুন্দদাস একদিন নিজের সৃষ্ট এই গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন পরাধীন ভারতবাসীকে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনকে ঘিরে তখন তোলপাড় সারা দেশ। এই বিপর্যয় মোকাবিলা করতে তখন এগিয়ে এসেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অশ্বিনীকুমার দত্ত প্রমুখরা। বিশদ

14th  February, 2021
মায়ের চোখে জল
অভীক বসু

আই ডালিয়া কোথায় ছিলি
হঠাৎ এলি একা
আসার পথে তোরকি সাথে
গেঁদার হলো দেখা বিশদ

14th  February, 2021
সরস্বতী বিদ্যাবতী

কয়েকদিন বাদেই সরস্বতী পুজো। তবে অন্যবারের থেকে এবছরটা আলাদা রকম। তোমাদের বন্ধুরা জানাল তাদের এবারের সরস্বতী পুজোর পরিকল্পনা। বিশদ

14th  February, 2021
বিশ্বের কয়েকটি
ভয়ঙ্কর প্রাণী 

বন্য জগতে সবকিছুকে বাঁচিয়ে নিরাপদে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলা বেশ কঠিন ব্যাপার। বনে-জঙ্গলে শক্তিশালী প্রাণীরাও কখনও কখনও দুর্বল হয়ে পড়ে। আবার একে অপরের সঙ্গে লড়াইয়েও মেতে ওঠে। সোনি বিবিসি আর্থ এদের নিয়ে একটি বিশেষ শো-এর আয়োজন করেছে। শো-এর নাম দেওয়া হয়েছে ‘ডেডলি ৩৬০’।  
বিশদ

07th  February, 2021
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘরে শুধু তোমাদের জন্যই দুটি লোভনীয় রেসিপি দিয়েছেন গ্রেস রেস্তরাঁ-এর প্রধান শেফ ঋতব্রত বিশ্বাস। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। 
বিশদ

07th  February, 2021
মার্কশিট 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা। 
বিশদ

07th  February, 2021
স্কুল বন্ধ, উন্মুক্ত বইয়ের ভুবন 

করোনা ভাইরাস সংক্রমণের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ। এই সুযোগে অবশ্য আমি স্কুলের পড়ার বইয়ের পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় বেশ কয়েকটি মজাদার বই পড়ে ফেলেছি। আমার পড়া বইগুলি হল —টেনিদা সমগ্র, কাকাবাবু সমগ্র-১, মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত, ফেলুদা সমগ্র-১ ও ২, সভ্যতার ইতিহাস, অভিযানের কথা, দেশে দেশে সভ্যতা, My first book of Earth and Space, Famous fairy tales, রামায়ণ, মহাভারত, Diary of a wimpy kid -Hard luck আর আমাদের পাখি।  
বিশদ

07th  February, 2021
একনজরে
ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে বীরভূম জেলা প্রশাসন। কোনও ঘরছাড়া ব্যক্তি যদি বাড়ি ফিরতে চেয়ে আবেদন করলেই ব্যবস্থা করবে পুলিস প্রশাসন। ...

এআইএমআইএম (মিম) সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের ভোটে তাঁর রণকৌশল নিয়ে রহস্য ঩জিইয়ে রাখলেন। সম্প্রতি ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে তাঁর আলোচনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল।  ...

করোনার ব্রাজিল স্ট্রেইনে আক্রান্ত এক ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে ব্রিটেন সরকার। তাঁকে প্রকাশ্যে আসার জন্য সোমবার আবেদন জানিয়েছে প্রশাসন। তৃতীয় পর্যায়ের লকডাউন নিয়ে আলোচনা শুরু হয়েছে ব্রিটেনে।   ...

মহাভারতের চরিত্র অর্জুনপুত্র অভিমন্যু মাতৃগর্ভেই শিখে নিয়েছিলেন চক্রব্যূহ ভেদ করার কৌশল। তবে শুধু মহাকাব্যই নয়, বিজ্ঞানও বলছে, গর্ভাবস্থায় শিশু কেমন থাকে, তার উপরে বাকি জীবনটাও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: উইন্ডসরে রানি ভিক্টোরিয়াকে খুনের চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট হল গুলি
১৯৩০: ইংরেজ লেখক ডি এইচ ডি লরেন্সের মৃত্যু
১৯৩৩: মুক্তি পেল বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ছবি ‘কিং কং’
১৯৪৬: উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন হো চি মিন
১৯৪৯: কবি ও স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৫ টাকা ৭৪,৫৬ টাকা
পাউন্ড ১০১.৩০ টাকা ১০৪.৮৩ টাকা
ইউরো ৮৭.৪৬ টাকা ৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬, ৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪, ৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮, ৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯, ০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। চতুর্থী ৫২/২৬ রাত্রি ৩/০। চিত্রা নক্ষত্র ৫৩/৪২ রাত্রি ৩/২৯। সূর্যোদয় ৬/১/৮, সূর্যাস্ত ৫/৩৬/৪৬। অমৃতযোগ দিবা ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৪৯ মধ্যে। রাত্রি ৬/২৬ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ১/৫৩ গতে ৩/৩৩ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।  
১৭ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। তৃতীয়া দিবা ৮/৫৬। হস্তা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত ৫/৩৬। অমৃতযোগ দিবা ৮/৮ গতে ১০/৩১ মধ্যে ও ১২/৫৫ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৫ মধ্যে এবং রাত্রি ৬/৩১ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৪৩ গতে ৩/২৫ মধ্যে। বারবেলা ৭/৩০ গতে ৮/৫৭ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
১৭ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি 

07:30:00 PM

গরু পাচার কাণ্ডে ফের আইপিএস অফিসার কল্লোল গণাইকে তলব করল সিবিআই

05:46:51 PM

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করল এনআইএ 

05:33:00 PM

হরিয়ানার একটি স্কুলে ৫৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত 

05:06:46 PM

মমতাকে সমর্থন জানিয়ে কালনার সমুদ্রগড়ে তৃণমূলের দেওয়াল লিখনে মন্ত্রী স্বপন দেবনাথ

04:23:39 PM

নির্বাচন কমিশনে শুরু হল বৈঠক

04:10:13 PM