Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মমতাকে ঠেকাতে শেষে ‘রামধনু’ জোট
তন্ময় মল্লিক

‘এই বাংলা যতটা আব্বাস সিদ্দিকির ততটাই দিলীপ ঘোষের। দক্ষিণ ভারত থেকে এসেছেন ওয়াইসি, তাঁরও ততটাই অধিকার।’এখানে শেষ হলে মনে হতো, এটি কোনও ধর্মনিরপেক্ষ মানুষের বক্তব্য। উদ্দেশ্য স্পষ্ট হয়েছে এর পরের কথায়, ‘ওয়াইসি এসে এখানে মিম তৈরি করলে দিদিমণির টেনশন হচ্ছে কেন? মিম হবে না। আব্বাস সিদ্দিকি দল তৈরি করবে….দিদিমণির নাওয়া খাওয়া উঠে গিয়েছে। কেন মুসলমান সমাজ আপনার পৈতৃক সম্পত্তি নাকি? জমিদারি নাকি? যখন ইচ্ছা বলবেন….ভোট নেবেন, জেলে পুরে দেবেন, বের করে দেবেন? যদি তারা পার্টি তৈরি করে, নিশ্চয়ই করবে।’ বক্তা আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্থান হাওড়ার আমতা। তারিখ ১২ জানুয়ারি, ২০২১। অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে দিলীপবাবুর ভবিষ্যদ্বাণী। আব্বাস সিদ্দিকি ঠিক তার ৯দিনের মাথায় গড়লেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(আইএসএফ)। এ হেন আইএফএস এর সঙ্গে জোট করতে মরিয়া সিপিএম এবং কংগ্রেস। এটা কি নিছক কাকতালীয়, নাকি সবটাই পূর্ব পরিকল্পিত?
মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই কংগ্রেসকে সিপিএমের ‘বি টিম’ বলতেন। তিনি বুঝেছিলেন, কংগ্রেসের মধ্যে থাকলে কিছুতেই সিপিএমকে হটানো যাবে না। সিপিএম বিরোধী আন্দোলন তীব্র হলেই হয় দিল্লির হাইকমান্ড তাতে জল ঢালত, অথবা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নানা ছলাকলা করে তাঁকে দমিয়ে দিত। তাই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল গড়েছেন এবং লক্ষ্যভেদও করেছেন। ২০১৬ সালে সেই কংগ্রেসের সঙ্গে জোট করল সিপিএম। কিন্তু, কংগ্রেস ও সিপিএমের শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া যে অনেক আগে থেকেই, তার প্রমাণ মিলেছে স্বয়ং সীতারাম ইয়েচুরির লেখায়। প্রণববাবুর সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতে গিয়ে ইয়েচুরি সাহেব ‘গোপন বোঝাপড়া’র বিষয়টি ফাঁস করে ফেলেছেন।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইয়েচুরি সাহেব লিখেছেন, ‘২০০৪ সালে এনডিএ সরকারকে হারাতে সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে এককাট্টা করার সূত্রে প্রণববাবুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলার সুযোগ হয়েছিল।… একটা বৈঠকের সময় একদিন হঠাৎ এক পাশে টেনে নিয়ে গিয়ে ওঁর লোকসভা ভোটে লড়া ঠিক হবে কি না, তা নিয়ে আমার মতামত চাইলেন। তার আগে উনি কখনও লোকসভায় সাংসদ হিসেবে জিতে আসেননি। মনে আছে, প্রথমটায় কিছু বলতে চাইনি। ওঁর মতো কাউকে এ বিষয়ে উপদেশ দেওয়াটা ঠিক হবে না বলে এড়িয়ে যাচ্ছিলাম। উনি কিন্তু জোর করলেন। বললাম, জেতার ব্যাপারে নিশ্চিত হলে তবেই লড়ুন। সেবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিজেপিকে হারাতে আমরা সবাই মিলে কাজ করেছিলাম। প্রণবদা হারলে ভুল বার্তা যেত। শেষ পর্যন্ত প্রণবদা জঙ্গিপুর থেকে লড়লেন এবং জিতলেনও।’
এখানে দু’টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেবার জঙ্গিপুরে সিপিএমের প্রার্থী হেরেছিলেন। আর মুর্শিদাবাদ লোকসভা আসনে কংগ্রেসের মান্নান হোসেন হেরেছিলেন। জিতেছিল সিপিএম। হতে পারে কাকতালীয়, কিন্তু নিন্দুকে বলে, ‘বোঝাপড়া’।
মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে কংগ্রেস, সিপিএম, বিজেপির ‘রামধনু জোটে’র কথা বলছেন। বিজেপির সঙ্গে সিপিএমের মতো তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ’ দলের আঁতাত? নৈব নৈব চ। এসব করা তো দূরের কথা, ভাবাও মহাপাতকের কাজ। দলের নিচুতলার কর্মী-সমর্থকরা তৃণমূলকে হারানোর জন্য ‘ভুল করে’ বিজেপিকে ভোট দিতেই পারেন, তা বলে সিপিএম নেতারা তলে তলে ধর্মীয় শক্তির সঙ্গে হাত মেলাবেন? অসম্ভব। কিছুতেই হতে পারে না। কারণ মহামতি লেনিন বলেছেন, ‘ধর্ম হল আফিমের মতো।’ তাই ধর্ম থেকে শতহস্ত দূরে। সিপিএমের একটাই মন্ত্র, শ্রেণি সংগ্রাম। ধনীর বিরুদ্ধে গরিবের লড়াই। এখানে ধর্ম বা ভাববাদের কোনও জায়গা নেই। সেই কারণেই তো হেগেল সাহেবকে বাদ দিয়ে কাল মার্কস ও মহামতি লেনিনকেই তাঁরা ‘গুরু’ মেনেছেন।
মার্কসবাদ সম্পর্কে যাঁদের ন্যূনতম জ্ঞানগম্যি আছে তাঁরা জানেন, এই মতবাদের ভিত্তি হল লড়াই এবং সংগ্রাম। প্রলেতারিয়েতের ক্ষমতা প্রতিষ্ঠাই মূল উদ্দেশ্য। সবটাই মেহনতি মানুষের স্বার্থে। আন্দোলনই বামেদের ঘুরে দাঁড়ানোর একমাত্র রাস্তা। সেই রাস্তাতেই হাঁটতে শুরু করেছিল বাম নেতৃত্ব। নয়া কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নামতেই মৃতপ্রায় বাম শিবিরে জেগেছে প্রাণের স্পন্দন। যুব সমাজ কাজের দাবিকে সামনে রেখে লাল ঝান্ডাকেই আঁকড়ে ধরতে চাইছে। এমনই এক সন্ধিক্ষণে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের চেষ্টা? এটা কি ‘গেম প্ল্যান’?
সিপিএম নেতারা বলেন, বিজেপি এবং তৃণমূলকে হটাতে তাঁরা যে কোনও ধর্মনিরপেক্ষ, বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট করতে প্রস্তুত। তাঁদের মতে, বিজেপি হিন্দুদের পার্টি। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণকারী। অতএব ‘সাচ্চা ধর্মনিরপেক্ষ’ হল বামেরা। আর সঙ্গী হওয়ার সুবাদে কংগ্রেসও। সম্প্রতি সিপিএম আরও একটি ‘ধর্মনিরপেক্ষ’ শক্তির সন্ধান পেয়েছে। আইএসএফ, যার নেতা আব্বাস সিদ্দিকি। কয়েকটি আসন বেশি পাওয়ার লোভে আব্বাস সিদ্দিকির সঙ্গে সমঝোতা করতে মরিয়া সিপিএম। একে সমঝোতা না বলে ‘আত্মসমর্পণ’ বলাই ভালো।
কে এই আব্বাস সিদ্দিকি? না, কোনও শ্রেণি সংগ্রামের ইতিহাস তাঁর নেই। তাঁর পরিচয়, তিনি ফুরফুরা শরিফের পীরজাদা। তিনি জলসায় ভাষণ দেন। তাঁর নাকি অনেক অনুগামী। তাঁর জ্বালাময়ী ভাষণ সোশ্যাল সাইটে ঘোরে। তেমনই এক জলসার ভিডিওতে তৃণমূলের অভিনেত্রী সাংসদ সম্পর্কে আব্বাস সিদ্দিকি বলছেন, ‘মন্দিরেও যাব, মসজিদেও যাব, আমার ইচ্ছা। তোর বাপের সম্পত্তি নাকি? ইসলাম কারও বাবাশালী সম্পত্তি নয়। ভালো না লাগে বেরিয়ে যা। ঘোষ হয়ে যা, দুলে হয়ে যা। হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা। আমরা কোনও আপত্তি করব না। ইসলামকে নিয়ে নাটক করবি না। আব্বাস সিদ্দিকি যদি কোনও দিন পাওয়ারে আসে তোদের রাস্তায় গাছে বেঁধে পিটবে।’
এরপরেও সিপিএম নেতাদের চোখে আব্বাস সিদ্দিকির নেতৃত্বাধীন দল সেকুলার! জানতে ইচ্ছা করছে, সিপিএম নেতারা কি নিজেদের ‘গঙ্গাজল’ ভাবেন? নাকি তাঁরাও বিজেপির দুর্নীতি পরিষ্কারের ‘ওয়াশিং মেশিন’ এর মতো ‘ধর্মনিরপেক্ষ’ করার মেশিন বের করেছেন? তাঁদের সঙ্গে হাত মেলালেই ‘ধর্মনিরপেক্ষ’? সেকুলার, সেকুলার বলে ঢাক পেটালেই ধর্মনিরপেক্ষ হওয়া যায় না। আচারে-আচরণে, কাজে-কর্মে প্রমাণ হয়, কে ধর্মনিরপেক্ষ, আর কে সাম্প্রদায়িক।
সিপিএম মুখে বিজেপিকে যতই আক্রমণ করুক, এখনও তাদের মূল শত্রু সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতাচ্যুত হওয়ার জ্বালা সেলিম সাহেবরা কিছুতেই ভুলতে পারছেন না। তাই তৃণমূলের সরকার গঠনের রাস্তায় কাঁটা ছড়িয়ে দিতে মরিয়া। সেই কারণে তাঁরা আব্বাস সিদ্দিকির হাত ধরছেন। মহাজোটপন্থী নেতারা ভাবছেন, মুসলিম ভোটের কিছুটা কব্জা করতে পারলেই তৃণমূলের ‘ক্লিন স্যুইপ’ আটকে যাবে। আর কোনও রকমে ত্রিশঙ্কু হলে তো কথাই নেই। খুলে যাবে ‘নেপোর’ দই খাওয়ার দরজা।
যাঁকে সামনে রেখে দই খাওয়ার স্বপ্নে বিভোর ‘মহাজোটপন্থী’ সিপিএম নেতাদের আব্বাস সিদ্দিকির একটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সেখানে আব্বাস সিদ্দিকি বলছেন, ‘আমি এই মুহূর্তে বাম-কংগ্রেসের সঙ্গে একুশের জন্য সিট সমঝোতা করতে চাইছি। শুধু মাত্র একুশের জন্য। একুশের পরে ওদেরও প্রতিশোধ নেব আমরা। কারণ ওরাও তো অনেক জ্বালিয়েছে। আমি একথা ওপেন বলছি ভাই। তাতে ওরা আসবে কি আসবে না, ওদের ব্যাপার।’
ডুবতে বসা মানুষ খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচতে চায়। সিপিএমও বাঁচতে চাইছে। কিন্তু লড়াইয়ের ধকল নিতে চাইছে না। তাই সহজ রাস্তার সন্ধান। সংখ্যালঘু ভোটের আশায় ‘ধর্মীয় নেতা’র হাত ধরতে চাইছে। বাঁচার চেষ্টা সবাই করে। আপনারাও করছেন। ভালো কথা। তবে, এরপর আর ‘ধর্মনিরপেক্ষতার’ আলখাল্লাটা গায়ে জড়াবেন না। দয়া করে আব্দুল্লাহ রসুল, মহবুব জাহেদি আর আব্বাস সিদ্দিকিকে এক করে ফেলবেন না।
সিপিএমের উদ্দেশ্য না হয় বোঝা গিয়েছে। কিন্তু, আব্বাস সিদ্দিকির দল গঠন নিয়ে দিলীপ ঘোষরা এত আগ্রহী কেন?
‘রথযাত্রা’ ফ্লপ। সিবিআইও তেমন মাইলেজ দিতে পারছে না। তূণ থেকে একের পর এক তির বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষ ঘায়েল হচ্ছে না। সামনে রয়েছে বিহারের উদাহরণ। মিম এর সৌজন্যে ক্ষমতা দখল। তাই জোট বাঁধো, তৈরি হও। কংগ্রেস, সিপিএম, বিজেপির পথ ভিন্ন হলেও উদ্দেশ্য এক। মমতাকে ঠেকানো। কথায় আছে, ‘সবে মিলে করি কাজ/হারি জিতি নাহি লাজ।’ অতএব ‘রামধনু জোট’। তবে, সবটাই ঘোমটার আড়ালে। 
27th  February, 2021
৮ দফার পর নিশ্চয়ই রিগিংয়ের
অভিযোগ উঠবে না!
শান্তনু দত্তগুপ্ত

সেশন সাহেব, বড্ড মিস করছি আপনাকে। আপনি বলতেন, ‘গণতন্ত্র হল এমন একটা ব্যবস্থা, যেখানে আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকবে।’ সব মানুষের জন্য। সব রাজনৈতিক দলের জন্য। আপনি প্রমাণ করেছেন, এটা ছেলে ভুলানো গল্প নয়।  
বিশদ

আদালতগুলি স্বাধীনতার ঘণ্টাধ্বনি দিচ্ছে
পি চিদম্বরম

ঠিক যখন আমরা আশা ছেড়ে দিচ্ছি, তখনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার বর্মটা হারিয়ে যায়নি। আমেরিকার স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত স্বাক্ষর হয়েছিল ১৭৭৬-এর ৪ জুলাই। 
বিশদ

01st  March, 2021
কে প্রধান শত্রু, আজ ব্রিগেডে
পরিষ্কার করুক সিপিএম 
হিমাংশু সিংহ

প্রয়াত সলিল চৌধুরী আজ বেঁচে থাকলে ‘টুম্পা সোনা’ শুনে কী বলতেন জানি না। তবে তাঁর ‘ও আলোর পথযাত্রী’ কিংবা ‘ঢেউ উঠছে কারা টুটছে’ যে এত তাড়াতাড়ি ব্রাত্য হয়ে যাবে কে ভেবেছিল! অভাবে স্বভাব নষ্ট আর দুর্দিনে চরিত্র। তাই আর ঘোমটার তলায় খ্যামটা নাচ নয়। 
বিশদ

28th  February, 2021
বাংলা নয়, আগে যোগী-রাজ্য নিয়ে কথা বলুন
মৃণালকান্তি দাস

‘ঠোক দিয়ে যায়েঙ্গে’! এটাই নাকি উত্তরপ্রদেশ থুড়ি উত্তমপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্র। যোগী নিজের রাজ্যকে ‘উত্তমপ্রদেশ’ বলতেই ভালোবাসেন। তিনি স্বপ্ন ফেরি করেন, এই রাজ্য নাকি সবেতেই ‘উত্তম’। কেমন সেই রাজ্য? 
বিশদ

26th  February, 2021
কর্পোরেট তোষণের ফলেই তেল অগ্নিমূল্য
সঞ্জয় মুখোপাধ্যায় 

সরকার যদি নিজেই দাম বাড়ায়, তাহলে পেট্রল ডিজেলের দাম কমবে কী করে? জ্বালানির দাম নিত্য বাড়ছে। স্বাধীন ভারতে এটা রেকর্ড যে পরপর নয়দিন দাম বাড়ল। গত দেড় মাসে ২১ বার দাম বাড়ল পেট্রল ও ডিজেলের, এবং একমাসের মধ্যে দু’বার গ্যাসের 
বিশদ

25th  February, 2021
ঘরের মেয়েই সেরা বাজি
হারাধন চৌধুরী 

নরেন্দ্র মোদি, অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডা প্রমুখ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ তত্ত্ব খারিজ করার দাবি করেন, তখন ছোটবেলায় পড়া একটি কথা মাথায় খুব ঘুর ঘুর করে। একবার মাঘোৎসবে চুঁচুড়ায় রবীন্দ্রনাথ তাঁর পিতার সামনে ‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’ গানটি গেয়েছিলেন। 
বিশদ

24th  February, 2021
পেট্রল-ডিজেল-গ্যাস এবং পরিবর্তনের ডাক
শান্তনু দত্তগুপ্ত

পরিবর্তন সব সময় ভালো হবেই, এমনটা কিন্তু নয়। ধূর্জটিবাবু বলতেন, ‘আমাদের রামায়ণ-মহাভারতই দেখুন না। বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পোর ডিপো। রাবণের দশটা মাথা, হনুমান ল্যাজে আগুন দিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক রথ, কুম্ভকর্ণ—এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কী আছে?’  
বিশদ

23rd  February, 2021
সংখ্যা মিথ্যে বলে না 
পি চিদম্বরম

১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় এবং ১৩ ফেব্রুয়ারি লোকসভায়, অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন যে বাজেট ভাষণ দিয়েছিলেন সেটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপ্রবণ। লোকসভায় তিনি আক্রমণাত্মক না-হয়ে এক ডজন বার আমার আগের দিনের বক্তব্যের উল্লেখ করেন, যেটা আমার কাছে সংসদীয় বিতর্কের চাপানউতোর বলে মনে হয়েছে। 
বিশদ

22nd  February, 2021
মাতৃভাষার ব্যবহার ভারতের
বৈচিত্র্যকে শক্তিশালী করবে
এম বেঙ্কাইয়া নাইডু 

আমাদের প্রাচীন ভূমি চিরকাল ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের আধার। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত বহু শত ভাষা এবং উপভাষার সহাবস্থানের সাক্ষী, যা আমাদের বর্ণময় সাংস্কৃতিক পরিমণ্ডলে উল্লেখযোগ্যভাবে প্রাণপ্রাচুর্য ও সজীবতা জুগিয়েছে।  
বিশদ

21st  February, 2021
সোনার ত্রিপুরা হয়নি,
আবার সোনার বাংলা!
হিমাংশু সিংহ 

বিখ্যাত কবি সুনীল গাঙ্গুলির কথা খুব মনে পড়ছে। এই বাংলায় দোকানে, অফিসে সাইনবোর্ড কেন মাতৃভাষা ছাড়া ভিনদেশি ভাষায় লেখা হবে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। ঘুরে ঘুরে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরির আপ্রাণ চেষ্টাও করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত। 
বিশদ

21st  February, 2021
জনগণের দমবন্ধ হলেও জাগে না যাঁদের অন্তরাত্মা 
তন্ময় মল্লিক

যাঁরা নিজেদের ‘দমবন্ধ’ হওয়ার কথা বলে বিজেপিতে যাচ্ছেন, তাঁরা কি বুঝতে পারছেন না, গোটা দেশের মানুষের দমবন্ধ হয়ে আসছে। মূল্যবৃদ্ধি কাকে বলে, মানুষ হাড়ে হাড়ে বুঝছে। তাই নেতাদের নয়, জনগণের ‘দমবন্ধ’ হওয়ার অবস্থা। সেদিক থেকে নজর ঘোরাতেই কি একযোগে তৃণমূলের বিরুদ্ধে ‘দমবন্ধ’ হওয়ার অভিযোগ? বিশদ

20th  February, 2021
বাঙালির ধর্ম ও সংস্কৃতিতে
রাজনীতির প্রয়োজন নেই
সমৃদ্ধ দত্ত

বাঙালি জাতির ধর্ম ও সংস্কৃতির কোনও সাজেশন পেপার হয় না! ওটা দীর্ঘ ইতিহাসের এক অন্তহীন রচনাসমগ্র! তাই রাজনীতিতে কোনও জাতির আবেগকে ব্যবহার না করাই ভালো! বাঙালির ধর্ম ও সংস্কৃতির ভবিষ্যৎ বাঙালি জাতিই স্থির করবে। মনীষীরা আছেন পথ দেখাতে। নতুন রাজনৈতিক অভিভাবকের প্রয়োজন নেই।
বিশদ

19th  February, 2021
একনজরে
‘এক প্যাকেট সিগারেট নিয়ে এলে তবেই আপনার কাজ হবে।’— হরিরামপুর ব্লকের এক পদস্থ কর্মীর মুখ থেকে এমন কথা শুনে হতবাক মা-হারা এক অসহায় মহিলা। ...

ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে বীরভূম জেলা প্রশাসন। কোনও ঘরছাড়া ব্যক্তি যদি বাড়ি ফিরতে চেয়ে আবেদন করলেই ব্যবস্থা করবে পুলিস প্রশাসন। ...

মহাভারতের চরিত্র অর্জুনপুত্র অভিমন্যু মাতৃগর্ভেই শিখে নিয়েছিলেন চক্রব্যূহ ভেদ করার কৌশল। তবে শুধু মহাকাব্যই নয়, বিজ্ঞানও বলছে, গর্ভাবস্থায় শিশু কেমন থাকে, তার উপরে বাকি জীবনটাও ...

আপনি কি অভিযোগকারিণীকে বিয়ে করবেন? ধর্ষণের মামলায় অভিযুক্তকে এমনই প্রশ্ন ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিক প্রোডাকশন কোম্পানির টেকনিশিয়ান মোহিত সুভাষ চ্যবনের বিরুদ্ধে এক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: উইন্ডসরে রানি ভিক্টোরিয়াকে খুনের চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট হল গুলি
১৯৩০: ইংরেজ লেখক ডি এইচ ডি লরেন্সের মৃত্যু
১৯৩৩: মুক্তি পেল বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ছবি ‘কিং কং’
১৯৪৬: উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন হো চি মিন
১৯৪৯: কবি ও স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৫ টাকা ৭৪,৫৬ টাকা
পাউন্ড ১০১.৩০ টাকা ১০৪.৮৩ টাকা
ইউরো ৮৭.৪৬ টাকা ৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬, ৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪, ৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮, ৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯, ০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। চতুর্থী ৫২/২৬ রাত্রি ৩/০। চিত্রা নক্ষত্র ৫৩/৪২ রাত্রি ৩/২৯। সূর্যোদয় ৬/১/৮, সূর্যাস্ত ৫/৩৬/৪৬। অমৃতযোগ দিবা ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৪৯ মধ্যে। রাত্রি ৬/২৬ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ১/৫৩ গতে ৩/৩৩ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।  
১৭ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। তৃতীয়া দিবা ৮/৫৬। হস্তা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত ৫/৩৬। অমৃতযোগ দিবা ৮/৮ গতে ১০/৩১ মধ্যে ও ১২/৫৫ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৫ মধ্যে এবং রাত্রি ৬/৩১ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৪৩ গতে ৩/২৫ মধ্যে। বারবেলা ৭/৩০ গতে ৮/৫৭ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
১৭ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি 

07:30:00 PM

গরু পাচার কাণ্ডে ফের আইপিএস অফিসার কল্লোল গণাইকে তলব করল সিবিআই

05:46:51 PM

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করল এনআইএ 

05:33:00 PM

হরিয়ানার একটি স্কুলে ৫৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত 

05:06:46 PM

মমতাকে সমর্থন জানিয়ে কালনার সমুদ্রগড়ে তৃণমূলের দেওয়াল লিখনে মন্ত্রী স্বপন দেবনাথ

04:23:39 PM

নির্বাচন কমিশনে শুরু হল বৈঠক

04:10:13 PM